#ক্রাইস্টচার্চ: পাকিস্তানকে দুরমুশ করে U-19 ওয়ার্ড কাপের ফাইনালে ভারত। শুভমানের সেঞ্চুরি ও ইশানের ৪ উইকেটে ভর করে চির প্রতিদ্বন্দীকে হারাল জুনিয়র টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে ২৭২ রান তোলে ভারত। জবাবে ৬৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
ফাইনালে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ম্যাচের সেরা শুভমান এবছর নাইটরাইডার্সের নতুন সদস্য ৷ ম্যাচে ৯৪ বলে ১০২ রান করেন শুভমান । অন্যদিকে ব্যাট করতে নেমে বাংলার ইশান পোড়েলের দুরন্ত বোলিংয়ে শেষ পাকিস্তান। মাত্র ৬৯ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ব্যাটিং ব্রিগেড। পাকিস্তানকে ২০৩ রানে পরাস্ত করে ভারত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: India, Ishan Porel, Pakistan, Shubman Gill, U-19 World, U-19 World Cup Semi Final