এক ফ্রেমে দেশের দুই কিংবদন্তি, রতন টাটার সঙ্গে দেখা করার পরে যা বললেন সচিন…

Last Updated:

Sachin Tendulkar: সম্প্রতি বিশ্ববিখ্যাত শিল্পপতি রতন টাটার সঙ্গে দেখা করেছেন ক্রিকেট দুনিয়ার কিংবদন্তি সচিন তেন্ডুলকর। আর এই সাক্ষাতের মুহূর্ত নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভাগ করে নিয়েছেন বিশ্ববন্দিত ক্রিকেট তারকা।

সম্প্রতি বিশ্ববিখ্যাত শিল্পপতি রতন টাটার সঙ্গে দেখা করেছেন ক্রিকেট দুনিয়ার কিংবদন্তি সচিন তেন্ডুলকর। আর এই সাক্ষাতের মুহূর্ত নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভাগ করে নিয়েছেন বিশ্ববন্দিত ক্রিকেট তারকা। জানিয়েছেন যে, এটা একটা স্মরণীয় আলাপচারিতা। যা তিনি আনন্দের সঙ্গে সব সময় মনে রাখবেন।
সচিন তেন্ডুলকর নিজের এক্স অ্যাকাউন্টে লিখেছেন, “এক স্মরণীয় কথোপকথন। গত রবিবারটা ছিল স্মরণীয়, কারণ আমি মিস্টার টাটার সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছিলাম।” ক্রিকেট তারকা আরও জানান,”যানবাহন এবং বন্যপ্রাণ সংরক্ষণ-সহ একাধিক বিষয়ে তাঁদের মধ্যে কথাবার্তা হয়েছে। সচিনের কথায়, যানবাহন, সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা, বন্যপ্রাণ সংরক্ষণের প্রতি প্রেম এবং পশু পাখিদের প্রতি স্নেহ-ভালবাসা আমাদের দুজনেরই অত্যন্ত পছন্দের বিষয়। ফলে তা নিয়েই আমরা কিছু গল্প এবং দৃষ্টিভঙ্গি ভাগ করে নিয়েছি।”
advertisement
এখানেই শেষ নয়, রতন টাটার সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে সচিন তেন্ডুলকর লিখেছেন যে, “এই ধরনের কথোপকথন অমূল্য। আর আমাদের মনে করিয়ে দেয় আনন্দের কথা এবং আগ্রহ কীভাবে আমাদের জীবনে প্রভাব বিস্তার করে সেই কথাও স্মরণ করায়। এটা এমন একটা দিন, যা আমি হাসিমুখে সারা জীবন মনে রাখব।”
advertisement
সচিন তেন্ডুলকরের এই পোস্ট সামনে আসতেই তা দেখেছেন প্রায় ২.৪ লক্ষ মানুষ। আর লাইক পড়েছে প্রায় ২২০০০-এর বেশি। এক নেটিজেন লেখেন,“এক ফ্রেমে দুই ভারতরত্ন।” আর একজন আবার মন্তব্য করেছেন যে, “নিজ নিজ ক্ষেত্রের দুই কিংবদন্তি এক ফ্রেমে।” তৃতীয় ব্যবহারকারীর বক্তব্য, “ভারতের দুই সবথেকে প্রিয় পুত্র।” আবার চতুর্থ নেটিজেনের মন্তব্য, “শ্রদ্ধা, শ্রদ্ধা এবং ভালবাসা-সহ আরও শ্রদ্ধা।” অন্য এক ব্যবহারকারী লিখেছেন, “লেজেন্ডারি।”
advertisement
advertisement
গত মাসেই টাটা গ্রুপের চেয়ারম্যান এমেরিটাস রতন টাটাকে তাঁর মুম্বইয়ের বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মর্যাদাপূর্ণ কেআইএসএস হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। এই সম্মান তাঁর হাতে তুলে দিয়েছেন তিন বারের গ্র্যামি পুরস্কার বিজেতা গায়ক রিকি কেজ এবং কলিঙ্গ ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস-এর প্রতিষ্ঠাতা অচ্যুত সামন্ত।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
এক ফ্রেমে দেশের দুই কিংবদন্তি, রতন টাটার সঙ্গে দেখা করার পরে যা বললেন সচিন…
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement