চলে গেলেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি তুলসীদাস বলরাম, অপূরণীয় ক্ষতি দেশের ফুটবলে
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Tulsidas Balram passed away aged 86 years in Kolkata due to health problem. চলে গেলেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি তুলসীদাস বলরাম
কলকাতা: পিকে ব্যানার্জি এবং চুনি গোস্বামী চলে গিয়েছিলেন আগেই। এবার চলে গেলেন তুলসীদাস বলরাম। এই তিনজনকেই ভারতীয় ফুটবলের সর্বকালের সেরা তিন বলা হয়। অনেকটা যেন ব্রহ্মা-বিষ্ণু এবং মহেশ্বর। ১৯৫৬ সালে ভারতে যে দল অলিম্পিক্সে ফুটবল খেলেছিল, সেই দলের শেষ জীবিত সদস্য ছিলেন বলরাম। সেই মুহূর্তে এশিয়ার ফুটবলেও পরিচিত নাম ছিলেন তিনি।
তাঁর নাম। ভারতের অন্যতম সেরা স্ট্রাইকার বলা হত তাঁকে। পি কে এবং চুনীর সঙ্গে জুটি বেঁধে বহু গোল করেছেন এবং করিয়েছেন। প্রয়াত দেশের কিংবদন্তি ফুটবলার তুলসীদাস বলরাম। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন প্রাক্তন এই ফুটবলার। এ দিন দুপর ২.০৫-এ কলকাতার বেসরকারী হাসপাতালে মৃত্য়ু হয় তাঁর। বয়স হয়েছিল ৮৬ বছর।
শয্যাশায়ী ছিলেন। শেষের দিকে কিছু আর মনে করতেও পারতেন না। পি কে বন্দ্যোপাধ্যায়, চুনী গোস্বামীর অভিন্নহৃদয় বন্ধু বলরামের প্রয়াণও হল নীরবেই। উত্তরপাড়ার বাড়িতেই থাকতেন বলরাম। বাইরে খুব একটা বেরোতেন না। বেরোতে চাইতেন, এমনটাও নয়। হায়দ্রাবাদ থেকে আসা বলরাম কলকাতা ফুটবল লিগে ১৯৬১ সালে সর্বোচ্চ স্কোরার ছিলেন।
advertisement
advertisement
বলরামের মৃত্যুতে ভারতীয় ফুটবলের বিরাট ক্ষতি হয়ে গেল। তার মতো ফুটবলার বহু বছরে ১ বার আসে। দক্ষিণ ভারত থেকে খেলতে এলেও বাংলা এবং কলকাতাকেই নিজের শহর মেনে গিয়েছেন বলরাম। ইস্টবেঙ্গল ক্লাবের জার্সিতে ও তার সাফল্য আছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 16, 2023 3:38 PM IST