IPL 2019: ম্যানকাডিংয়ের প্রয়োজন নেই, ক্রিকেটের স্পিরিট বজায় থাক: বোল্ট

Last Updated:
#নয়াদিল্লি: শুধু আইপিএল কেন, যে কোনও ধরণের ক্রিকেটেই ‘ম্যানকাডিং’-এর ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মনে করেন দিল্লি ক্যাপিটালসের তারকা পেসার ট্রেন্ট বোল্ট ৷ নিউজিল্যান্ডের বাঁ হাতি পেসারের মতে, ‘‘ সঠিক স্পিরিট বজায় রেখেই ক্রিকেট খেলা উচিৎ ৷ মনে হয় না, এই ধরনের আউট করার প্রয়োজন রয়েছে। এগুলি খেলার সময় না করলেও হয় ৷ ’’
প্রসঙ্গত জস বাটলারকে করা রবীচন্দ্রন অশ্বিনের ম্যানকাডিং কাণ্ডে এখন উত্তাল গোটা ক্রিকেট বিশ্বই ৷ এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন প্রাক্তন থেকে বর্তমান অনেক ক্রিকেটারই ৷ ম্যানকাডিং নিয়ে বাকীদের সঙ্গে একমত বোল্টও ৷ আজ, শনিবার ফিরোজ শাহ কোটলায় কেকেআরের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস ৷ অ্যান্দ্রে রাসেলকে আটকানোর সবরকম পরিকল্পনা করে ফেলেছে দিল্লি থিঙ্ক ট্যাঙ্ক ৷ ব্যাট করার সময় ক্যারিবিয়ান তারকার সামান্য ভুলভ্রান্তির অপেক্ষায় পন্টিং-সৌরভের দিল্লি ৷
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2019: ম্যানকাডিংয়ের প্রয়োজন নেই, ক্রিকেটের স্পিরিট বজায় থাক: বোল্ট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement