Home /News /sports /
সিনেমা হলে জাতীয় সঙ্গীতের জন্য ৫২ সেকেন্ড উঠে দাঁড়ানোটা কি খুব কঠিন ? প্রশ্ন গম্ভীরের

সিনেমা হলে জাতীয় সঙ্গীতের জন্য ৫২ সেকেন্ড উঠে দাঁড়ানোটা কি খুব কঠিন ? প্রশ্ন গম্ভীরের

File Photo

File Photo

সিনেমা হলে জাতীয় সঙ্গীতের সময় দাঁড়ানো বাধ্যতামূলক থাকবে কি না, এই বিতর্কে এবার যোগ দিলেন ভারতের ক্রিকেটার গৌতম গম্ভীর।

 • Share this:

  #কলকাতা: সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজার সময় উঠে দাঁড়ানোটা সবার বাধ্যতামূলক কী না, তা নিয়ে অনেকদিন ধরেই নানা কথা উঠেছে ৷ এবিষয়ে নানা বিতর্কিত মতও অনেকে দিয়েছেন ৷ এবার সেই তর্কে অংশগ্রহণ করলেন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীরও ৷ জাতীয় সঙ্গীত বাজবার সময় উঠে দাঁড়ানোটা বাধ্যতামূলক কী না, তা নিয়ে নাইট অধিনায়ক বলেন, ‘‘ ক্লাবের বাইরে ২০ মিনিট দাঁড়ানো যায়, প্রিয় রেস্তোরাঁর বাইরে ৩০ মিনিট দাঁড়ানো যায়, কিন্তু জাতীয় সঙ্গীতের জন্য ৫২ সেকেন্ড দাঁড়ানো কঠিন ? ’’

  গৌতম গম্ভীরের এই টুইট নিয়ে অবশ্য অন্যরকম মতও পোষণ করেছেন অনেকে ৷ জাতীয় সঙ্গীত বাজার সময়টা উঠে দাঁড়ানোটা নিজের ব্যক্তিগত অধিকার বলেও অনেকে মনে করেন ৷ কিন্তু এসব কোনও মন্তব্যেই কিছু এসে যায় না গম্ভীরের ৷ কারণ তাঁর সাফ কথা - মাত্র ৫২ সেকেন্ডের জন্য উঠে দাঁড়ানোটা এমন কোনও কঠিন কাজ নয় ৷

  এর আগেও অনেকসময় দেশপ্রেম ও জাতীয়তাবাদের পক্ষে সওয়াল করেছেন গম্ভীর ৷বিভিন্ন সমাজসেবামূলক কাজও সারাবছর করে থাকেন তিনি ৷ গত মাসেই দিল্লিতে বিনামূল্যে লঙ্গরখানা খুলেছে গম্ভীরের ফাউন্ডেশন।

  First published:

  Tags: Debate, Gautam Gambhir, National Anthem

  পরবর্তী খবর