ইউরো-কোপার দশটি বাছাই খবর

Last Updated:

কোপার সেমিফাইনালে আমেরিকা। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে ক্লিন্সম্যানের দল।

কোপার সেমিতে আমেরিকা
কোপার সেমিফাইনালে আমেরিকা। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে ক্লিন্সম্যানের দল।
শনিবার লড়াই কলম্বিয়া বনাম পেরু
কোপার কোয়ার্টার ফাইনালে আগামীকাল মুখোমুখি হবে কলম্বিয়া ও পেরু। গ্রুপ লিগের ম্যাচে ব্রাজিলকে হারিয়ে এবারের কোপায় সবচেয়ে বড় চমক দিয়েছে পেরু। উল্টোদিকে, দুরন্ত ফর্মে রয়েছে কলম্বিয়া।
advertisement
আজ ইউরোয় ইতালি
advertisement
ইউরোয়ে আজ শুক্রবার মাঠে নামছে ইতালি। ভারতীয় সময় সন্ধে সাড়ে ছ’টায় আজুরিদের প্রতিপক্ষ সুইডেন। প্রথম ম্যাচে আক্রমণাত্মক ফুটবল খেলে চমকে দিয়েছেন কন্তে। এই ম্যাচেও সবাই তাকিয়ে পেলের দিকে।
ইব্রার প্রতিপক্ষ ইতালি
ইব্রাকে নিয়ে ক্লাব ফুটবলে টানাপোড়েন সুইডেনের উপর প্রভাব ফেলবে না। ইতালি ম্যাচের আগে দাবি সুইডেনের কোচের। প্রথম ম্যাচে নরওয়ের কাছে আটকে গিয়েছিল সুইডেন।
advertisement
চেক বনাম ক্রোয়েশিয়া
এবারের ইউরোর শুরুটা ভাল হয়নি চেক প্রজাতন্ত্রের। স্পেনের কাছে হারতে হয়েছিল। উলটোদিকে তুরস্কের কাছে আটকে গিয়েছিল ক্রোয়েশিয়া। আজ ভারতীয় সময় রাত সাড়ে ন’টায় মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র ও ক্রোয়েশিয়া।
স্পেনের সামনে তুরস্ক
৮৭ মিনিটে পিকের গোলে চেক বধ হয়েছিল। কিন্তু তুরস্কের বিরুদ্ধে আজ শুরু থেকেই গোল চায় স্পেন। এই ম্যাচ জিতলে নিশ্চিত হবে ইউরোর প্রি-কোয়ার্টার।
advertisement
 আটকে গেল জার্মানি
এই ইউরোর প্রথম গোলশূন্য ম্যাচ। আর সেই ম্যাচেই আটকে গেল বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। পোল্যান্ডের কাছে আটকেও অবশ্য সোয়াইনস্টাইগাররা এগিয়ে থাকলেন শেষ ষোলোয় ওঠার পথে।
2378897_w2
 হতাশ লো
‘‘একটা সুর্বণ সুযোগ হাতছাড়া হয়ে গেল।’’ ম্যাচ শেষে এমনই প্রতিক্রিয়া কোচ বিশ্বজয়ী কোচ জোয়াকিম লোয়ের। লো’র দাবি পোল্যান্ড ম্যাচ থেকে শিক্ষা নেওয়া হবে।
advertisement
হতাশ জার্মান সমর্থকরা
ইউরোয় বিশ্বচ্যাম্পিয়নরা হোঁচট খেতেই খানিকটা হতাশ জার্মানরা। প্যারিসের রাস্তায় ভিড় করা জার্মান সমর্থকদের প্রতিক্রিয়া একটা ম্যাচে আটকে গেলেও এবার ইউরো যাবে বার্লিনে।
মশাল জ্বেলে উৎসব
বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিয়ে প্যারিসে অভিনব উৎসব পোলিশদের। মশাল জ্বালিয়ে সেলিব্রেশন। ফিফা ক্রমপর্যায়ে কুড়ি নম্বর হলেও ইউরোর সাফল্যে উচ্ছ্বসিত পোলিশ ফ্যানরা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ইউরো-কোপার দশটি বাছাই খবর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement