'দলে রাখা উচিত নয়', এবার রোহিত শর্মাকে বেলাগাম আক্রমণ তৃণমূল সাংসদ সৌগত রায়ের!
- Published by:Sudip Paul
- news18 bangla
- Reported by: ERON ROY BURMAN
Last Updated:
TMC MP Saugata Roy Said Rohit Sharma Should Dropped From Team India: নিজের দেশে একের পর এক রাজনৈতিক নেতানেত্রীদের আক্রমণের শিকার হচ্ছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
কলকাতা: একদিকে মঙ্গলবার দুবাইতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা সেমিফাইনালে নামার শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ভারতীয় দল। ঠিক তখনই নিজের দেশে একের পর এক রাজনৈতিক নেতা-নেত্রীদের আক্রমণের শিকার হচ্ছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আগে রোহিত শর্মাকে ‘মোটা খেলোয়াড়’ ও ‘ব্যক্তিত্বহীন ক্যাপ্টেন’ বলে সোশ্যাল মিডিয়ায় তোপ দাগেন কংগ্রেস নেত্রী শামা মহম্মদ। এবার আরও এক কদম এগিয়ে রোহিতকে অবিলম্বে দল থেকে বাদ দেওয়ার দাবি তুলবেন প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায়।
কংগ্রেস নেত্রী শামা মহম্মদের বক্তব্যকে সমর্থন জানান সৌগত রায়। সংবাদ সংস্থা এনআইকে দেওয়া সাক্ষাৎকারে সৌগত রায় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার ফিটনেস নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি ভারতীয় দল থেকে রোহিতকে বাদ দেওয়ার দাবি জানান। তিনি বলেন,”রোহিত শর্মাকে নিয়ে শামা মহম্মদ যা বলেছেন, আমি সহমত। আর কতদিন রোহিত শর্মাকে ছাড় দেওয়া হবে? গত ২ বছরে একটা সেঞ্চুরি করেছে। তারপর থেকে ২, ৫, ১০, ২০ – এই রান করে আউট হয়ে যাচ্ছে। ওকে দলেও রাখা উচিত নয়, অধিনায়ক রাখাও উচিত নয়।”
advertisement
রোহিত শর্মাকে তোপ দাগার পাশাপাশি নতুন ক্রিকেটারদের প্রশংসা শোনা যায় সৌগত রায়ের গলায়। তিনি বলেন,”এখন অনেক নতুন নতুন ক্রিকেটার আছে যারা ভাল খেলছে। তাদের ফিটনেসও ভাল। বুমরাহ অধিনায়ক হিসাবে দারুণ বিকল্প। নতুন যে সমস্ত ছেলেরা রয়েছে, তাদের মধ্যে যে কেউ অধিনায়ক হতে পারে। রোহিত শর্মাকে দলেই রাখা উচিত নয়।”
advertisement
#WATCH | On Shama Mohamed’s comments on Indian cricket team captain Rohit Sharma,TMC MP Saugata Roy says, “… What the Congress leader has said is right…Rohit Sharma shouldn’t even be in the team.” https://t.co/wkbHEfD5Pv pic.twitter.com/9AEHEi42NG
— ANI (@ANI) March 3, 2025
advertisement
আরও পড়ুনঃ IND vs AUS: সেমিফাইনালে না খেলেও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যেতে পারে ভারত! জেনে নিন কীভাবে
প্রসঙ্গত,এর কংগ্রেস নেত্রী শামা মহম্মদ লেখেন “ক্রীড়াবিদ হিসাবে রোহিত শর্মা একজন মোটা খেলোয়াড়! ওজন কমাতে হবে! এবং অবশ্যই ভারতের সবচেয়ে বেক্তিত্বহীন অধিনায়ক।” শুধু তাই নয়, তিনি দাবি করেন যে রোহিত অত্যন্ত মাঝারি মানের খেলোয়াড়। তিনি ভাগ্যবান যে ভারতের অধিনায়ক হয়ে গিয়েছেন। ঘটনায় আসরে নামে বিজেপিও। পাল্টা তোপ দাগে পদ্ম শিবির। এবার সৌগত রায়ের মন্তব্যের পর জল কোন দিকে গড়ায় সেটাই দেখার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 03, 2025 7:45 PM IST