‘‘অ্যাথলেটিক্সে এবার পদক পাবে ভারত ’’: পিটি উষা

Last Updated:

স্প্রিন্ট কুইন মনে করেন, রিও-তে এবার অ্যাথলেটিক্সে কিছু পদক পেতেই পারে ভারত।

#নয়াদিল্লি:  অলিম্পিকে পদকজয়ের বিষয়টা এমনিতেই কঠিন একটা বিষয় ভারতীয়দের কাছে ৷ তার উপর অ্যাথলেটিক্স হল এমন একটা ইভেন্ট, যেখান থেকে কোনওদিনই পদক জয়ের আশা থাকে না ভারতের ৷ মিলখা সিং বা পিটি উষার পর ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অলিম্পিক পদক জয়ের জোরালো দাবিদার হিসেবে সেভাবে কাউকেই পায়নি ভারত ৷ কিন্তু এবছর সেই ট্র্যাডিশন বদলাতে চলেছে বলে মনে করেন এদেশের কিংবদন্তী অ্যাথলিট পিটি উষা ৷  স্প্রিন্ট কুইন মনে করেন, রিও-তে এবার অ্যাথলেটিক্সে কিছু পদক পেতেই পারে ভারত। তাঁর মতে, ‘‘অ্যাথলেটিক্স এমন একটা ইভেন্ট যেখানে কেউ জোর দিয়ে বলতে পারে না যে পদক পাবেই। তবে আমার মনে হচ্ছে টিন্টু লুকা, ললিতা বাবর, এবং সুধা সিংহ পদক পেতে পারে ৷ ’’
১৯৮৪ অলিম্পিকে ৪০০ মিটার হার্ডলসে পদক না পাওয়ার আক্ষেপ এখনও যায়নি উষার ৷ তবে নিজে না পারলেও এবার ছাত্রী টিন্টু লুকাই ভারতের পদক জয়ের সেরা বাজি বলে মনে করেন উষা ৷ এছাড়া ১৬০০ মিটার রিলেতেও ভারতের ছেলে ও মেয়ে দল পদকে জিততে পারে বলে মনে করছেন তিনি ৷
রিওতে বহুদিন পর ১০০ মিটার রেসে নামছেন কোনও ভারতীয় অ্যাথলিট ৷ দ্যুতি চন্দকে নিয়েও তাই আশাবাদী  উষা ৷ তিনি বলেন, ‘‘আমি জানি দ্যুতি খুব বেশি কথা বলতে ভালবাসে না। চুপচাপ থাকে। ইউরোপিয়ান সার্কিটে যাওয়ার আগে আমি ওর সঙ্গে দেখা করেছিলাম। বলেছিলাম ওখানে গেলে তুমি রিওতে নামার সুযোগ পাবেই। আর যদি সেটা না করতে পারো তা হলে বাড়িতে বসে থাকো। সে জন্যই ও সুযোগ পাওয়ার পর আমি ওকে প্রথম অভিনন্দন জানিয়েছিলাম।’’
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
‘‘অ্যাথলেটিক্সে এবার পদক পাবে ভারত ’’: পিটি উষা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement