IPL-এর মাঝে বিজেপিতে যোগ দিলেন তারকা ক্রিকেটার, ধোনির সিএসকে-তে খেলেছেন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
এবার ক্রিকেটের ময়দান থেকে রাজনীতির আঙিনায় কেদার যাদব। এদিন মুম্বইতে আনুষ্ঠানিকভাবে বিজেপি-তে যোগ দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।
কলকাতা: ভরা আইপিএলের মাঝে এক ক্রিকেটার যোগ দিলেন বিজেপিতে!
এবার ক্রিকেটের ময়দান থেকে রাজনীতির আঙিনায় কেদার যাদব। এদিন মুম্বইতে আনুষ্ঠানিকভাবে বিজেপি-তে যোগ দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার।
গত বছর জুন মাসে সব ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন কেদার যাদব। তার পর থেকে তাঁকে ক্রিকেট মাঠে প্রায় দেখাই যায়নি। ভারতীয় দলের জার্সিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেছেন কেদার যাদব। আইপিএলে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলেছেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন- ‘ভারতের শোয়েব আখতার’ ফিরছেন IPL-এ! ব্যাটারদের হাঁটু কাঁপবে এবার! বড় খবর
২০১৮ সালে সিএসকে আইপিএল চ্যাম্পিয়ন হয়। সেই জয়ের পিছনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে কেদাব যাদবের। উল্লেখ্য, আইপিএলে ৯৫টি ম্যাচ তিনি খেলেছেন। সিএসকে ছাড়াও দিল্লি ডেয়ারডেভিলস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন। এমনকী, ২০১০ সালে আইপিএলে কোচি টাস্কার্স কেরলের জার্সিতেও তাঁকে দেখা গিয়েছিল।
advertisement
ভারতীয় ক্রিকেটে ২০১৪ থেকে খেলেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কেদার যাদবের। ২০১৫ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেন প্রথমবার। ২০২০ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ানডে খেলেন। এবার রাজনীতির ময়দানে নতুন ইনিংস শুরু করতে চলেছেন কেদার যাদব।
আরও পড়ুন- রোহিত শর্মার মেয়ে কোন স্কুলে পড়ে জানেন? বছরে যা খরচ, শুনলে হা হয়ে যাবেন, গ্যারান্টি
ভরা আইপিএল মরশুমে তিনি রাজনীতিতে পা দিলেন। কেদার যাদব দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে রয়েছেন। ফলে ক্রিকেট কেরিয়ার যে প্রায় শেষ, তা তিনি বুঝেই গিয়েছিলেন। ফলে এবার অন্য সেক্টর-এ নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 09, 2025 2:36 PM IST