৫৩টা সেঞ্চুরি, ১৯ হাজারের বেশি রান! মারকাটারি ক্রিকেটার, তবে আইপিএলে কেউ নেয় না!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Joe root not in Ipl 2025- IPL-এ রুটকে মাত্র ৩ ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয়েছিল। যার মধ্যে তাঁকে মাত্র ১ ম্যাচে ব্যাট করার সুযোগ দেওয়া হয়েছিল। তাতেও তিনি মাত্র ১০ রান করতে পেরেছিলেন।
কলকাতা: ১৯৮৩১ রান, ৫৩টি সেঞ্চুরি, ৬টি ডাবল সেঞ্চুরি…। তবু IPL-এ কোনও দল এই ক্রিকেটারকে দলে নিতে ভয় পায়!
আপনি ভাবছেন উপরের দেওয়া পরিসংখ্যান কোন খেলোয়াড়ের! তিনি জো রুট (Joe Root)। সেই প্লেয়ার যিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে এত ভাল পারফর্ম করেছেন। তবুও তাঁকে IPL-এ কোনও দল নিতে চায় না। আসুন জানা যাক এর কারণ কী!
IPL ২০২৫ এর শুরু হতে আর মাত্র সপ্তাহখানেক বাকি। শত শত ক্রিকেটারকে এই টুর্নামেন্টে পারফর্ম করতে দেখা যাবে। অকশনের সময় অনেক খেলোয়াড় এমন ছিলেন যাঁরা কোনও দল পায়নি। এর মধ্যে রয়েছেন রুট।
advertisement
advertisement
আরও পড়ুন- ১০০ টাকায় আইপিএলের সব ম্যাচ! ধামাকা অফার, এবার কিন্তু IPL ফ্রি নয়, মনে আছে তো?
জো রুট তাঁর IPL ডেবিউ করেন ২০২৩ সালে। তিনি প্রথম ম্যাচ Sunrisers Hyderabad এর বিরুদ্ধে Rajasthan Royals এর জন্য খেলেছিলেন। কিন্তু তাঁকে ওই ম্যাচে ব্যাটিং করার সুযোগ দেওয়া হয়নি। যদিও রাজস্থান ওই ম্যাচ ৪ উইকেটে হেরে গিয়েছিল।
advertisement
IPL-এ রুটকে মাত্র ৩ ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয়েছিল। যার মধ্যে তাঁকে মাত্র ১ ম্যাচে ব্যাট করার সুযোগ দেওয়া হয়েছিল। তাতেও তিনি মাত্র ১০ রান করতে পেরেছিলেন।
আরও পড়ুন- কেকেআরে রাসেলকে নিয়ে বড় আপডেট! আরসিবি ম্যাচের আগে যা জানতেই হবে
২০২৪ সালে তিনি নিজেকে আইপিএলের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। হয়তো ধারাবাহিক সুযোগ না পাওয়ার কারণে রুট এমন করেছিলেন। জো রুটের আইপিএলে সুযোগ না পাওয়ার কারণ তাঁর স্লো ব্যাটিং। তিনি টি২০ ক্রিকেটে স্লো ব্যাটিং করেন। টিম ম্যানেজমেন্ট তাই তাঁকে রাখতে চায় না।
advertisement
জো রুট ইন্টারন্যাশনাল ক্রিকেটে অসাধারণ পারফর্ম করেন। তাঁর নামের পাশে মোট ১৯৮৩১ রান আছে। টেস্টে তিনি ১২৯৭২ রান, ওয়ানডে-তে ৬৮৫৯ রান করেছেন। তিনি এই দুই ফর্ম্যাট মিলিয়ে ৫৩ শতক করেছেন। টেস্টে তাঁর নামের পাশে ৬টি ডবল সেঞ্চুরি আছে। টেস্টে তাঁর সর্বোচ্চ স্কোর ২৬২ এবং ওয়ানডে-তে সর্বোচ্চ স্কোর ১৩৩। ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি ৯৯ উইকেটও নিয়েছেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 18, 2025 2:41 PM IST

