Cricketers Who Marry 2 Times: দু'বার বিয়ে করেছেন ভারতের এই ক্রিকেটাররা, জানেন কি?

Last Updated:

Cricketers Who Marry 2 Times: একবার নয়, দুবার ছাদনাতলায় গিয়েছেন ভারতের এই ক্রিকেটাররা।

জীবনে দ্বিতীয় বিয়ে করেছেন ভারতের বেশ কয়েকজন ক্রিকেটার। তালিকায় রয়েছেন দীনেশ কার্তিক। ছোটবেলার বান্ধবী নিকিতা বাজাজকে বিয়ে করেছিলেন তিনি। পরে নিকিতা ভারতীয় ক্রিকেটার মুরলী বিজয়কে বিয়ে করেন। কার্তিকের সঙ্গে ২০১৫ সালে স্কোয়াশ খেলোয়াড় দীপিকা পাল্লিকেলের বিয়ে হয়।
৬৬ বছর বয়সী বাংলা ক্রিকেট দলের কোচ অরুণ লাল বিয়ে করেছেন বুলবুল সাহাকে। তিনি অরুণ লালের থেকে বয়সে অনেকটাই ছোট। অরুণ লালের প্রথম পক্ষের স্ত্রীর নাম রীনা। ৬৬ বছর বয়সী বাংলা ক্রিকেট দলের কোচ অরুণ লাল বিয়ে করেছেন বুলবুল সাহাকে। তিনি অরুণ লালের থেকে বয়সে অনেকটাই ছোট। অরুণ লালের প্রথম পক্ষের স্ত্রীর নাম রীনা।
advertisement
যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিংয়ের প্রথম স্ত্রীর নাম শবনম। যোগরাজ ও শবনমের ছেলে যুবরাজ। যোগরাজ  এর পর বিয়ে করেন সতবীর কউরকে। যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিংয়ের প্রথম স্ত্রীর নাম শবনম। যোগরাজ ও শবনমের ছেলে যুবরাজ। যোগরাজ
advertisement
এর পর বিয়ে করেন সতবীর কউরকে।
১৯৯৯-তে জ্যোত্স্নার সঙ্গে বিয়ে হয়েছিল ভারতীয় দলের প্রাক্তন পেসার জাভাগাল শ্রীনাথের। এর পর ২০০৮ সালে সাংবাদিক মাধবী পত্রাবলীকে বিয়ে করেন শ্রীনাথ। ১৯৯৯-তে জ্যোত্স্নার সঙ্গে বিয়ে হয়েছিল ভারতীয় দলের প্রাক্তন পেসার জাভাগাল শ্রীনাথের। এর পর ২০০৮ সালে সাংবাদিক মাধবী পত্রাবলীকে বিয়ে করেন শ্রীনাথ।
advertisement
১৯৮৭ সালে নৌরিনের সঙ্গে বিয়ে হয়েছিল মহম্মদ আজহারুদ্দিনের। ১৯৯৬ সালে সেই বিয়ে ভেঙে যায়। এর পর অভিনেত্রী সঙ্গীতা বাজলানিকে বিয়ে করেন তিনি। তবে সেই বিয়েও টেকেনি। ১৯৮৭ সালে নৌরিনের সঙ্গে বিয়ে হয়েছিল মহম্মদ আজহারুদ্দিনের। ১৯৯৬ সালে সেই বিয়ে ভেঙে যায়। এর পর অভিনেত্রী সঙ্গীতা বাজলানিকে বিয়ে করেন তিনি। তবে সেই বিয়েও টেকেনি।
advertisement
১৯৯৮ সালে নোয়েলা লুইসের সঙ্গে বিয়ে হয় বিনোদ কাম্বলির। সেই বিয়ে টেকেনি। এর পর আন্দ্রে হেইটের সঙ্গে বিয়ে করেন তিনি। ১৯৯৮ সালে নোয়েলা লুইসের সঙ্গে বিয়ে হয় বিনোদ কাম্বলির। সেই বিয়ে টেকেনি। এর পর আন্দ্রে হেইটের সঙ্গে বিয়ে করেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Cricketers Who Marry 2 Times: দু'বার বিয়ে করেছেন ভারতের এই ক্রিকেটাররা, জানেন কি?
Next Article
advertisement
Nandigram: 'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
  • নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ তৃণমূল নেতার৷

  • নন্দীগ্রামে শুভেন্দু জিতলে দল ছেড়ে দেবেন৷

  • ঘোষণা তৃণমূল নেতা সুপ্রকাশ গিরির৷

VIEW MORE
advertisement
advertisement