জীবনে দ্বিতীয় বিয়ে করেছেন ভারতের বেশ কয়েকজন ক্রিকেটার। তালিকায় রয়েছেন দীনেশ কার্তিক। ছোটবেলার বান্ধবী নিকিতা বাজাজকে বিয়ে করেছিলেন তিনি। পরে নিকিতা ভারতীয় ক্রিকেটার মুরলী বিজয়কে বিয়ে করেন। কার্তিকের সঙ্গে ২০১৫ সালে স্কোয়াশ খেলোয়াড় দীপিকা পাল্লিকেলের বিয়ে হয়।
৬৬ বছর বয়সী বাংলা ক্রিকেট দলের কোচ অরুণ লাল বিয়ে করেছেন বুলবুল সাহাকে। তিনি অরুণ লালের থেকে বয়সে অনেকটাই ছোট। অরুণ লালের প্রথম পক্ষের স্ত্রীর নাম রীনা।
যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিংয়ের প্রথম স্ত্রীর নাম শবনম। যোগরাজ ও শবনমের ছেলে যুবরাজ। যোগরাজ এর পর বিয়ে করেন সতবীর কউরকে।
১৯৯৯-তে জ্যোত্স্নার সঙ্গে বিয়ে হয়েছিল ভারতীয় দলের প্রাক্তন পেসার জাভাগাল শ্রীনাথের। এর পর ২০০৮ সালে সাংবাদিক মাধবী পত্রাবলীকে বিয়ে করেন শ্রীনাথ।
১৯৮৭ সালে নৌরিনের সঙ্গে বিয়ে হয়েছিল মহম্মদ আজহারুদ্দিনের। ১৯৯৬ সালে সেই বিয়ে ভেঙে যায়। এর পর অভিনেত্রী সঙ্গীতা বাজলানিকে বিয়ে করেন তিনি। তবে সেই বিয়েও টেকেনি।
১৯৯৮ সালে নোয়েলা লুইসের সঙ্গে বিয়ে হয় বিনোদ কাম্বলির। সেই বিয়ে টেকেনি। এর পর আন্দ্রে হেইটের সঙ্গে বিয়ে করেন তিনি।
Published by:Suman Majumder
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।