IPL 2023: এখনও ক্রিকেট খেললেও জোটেনি দল, বাধ্য হয়ে আইপিএলে অন্য কাজ করছেন এই তারকারা

Last Updated:

IPL 2023: এবার আইপিএলে এমন কয়েক জন ভারতীয় ক্রিকেটার রয়েছে যারা বর্তমানে এখনও ক্রিকেট খেলেন। কেউ কেউ তো ভারতীয় দলের হয়েও খেলেছেন, আইপিএলেও খেলেছেন বিভিন্ন দলে। কিন্তু এবার আইপিএলে কোনও দল না পাওয়ায় ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন।

কলকাতা: শুরু হয়ে গিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার বিগের ১৬ তম মরসুম। টি-২০ ক্রিকেটের উন্মাদনায়-উচ্ছ্বাসে মেতেছে দেশ তথা বিশ্ব জুড়ে ক্রিকেট প্রেমিরা। তবে এবার আইপিএলে এমন কয়েক জন ভারতীয় ক্রিকেটার রয়েছে যারা বর্তমানে এখনও ক্রিকেট খেলেন। কেউ কেউ তো ভারতীয় দলের হয়েও খেলেছেন। আইপিএলেও খেলেছেন বিভিন্ন দলে। কিন্তু এবার আইপিএলে কোনও দল না পাওয়ায় ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন।
হনুমা বিহারি: ভারতীয় টেস্ট দলের সদস্য হনুমা বিহারি। প্রথম একাদশে জায়গা না পেলেও স্কোয়াডে থাকেন তিনি। কিন্তু সাদা বলের ক্রিকেটে এখনও দেশের জার্সিতে অভিষেক হয়নি। তাই টেস্ট স্পেশালিস্ট হিসেবেই থেকে গিয়েছেন। আইপিএল নিলামেও কোনও দল পাননি। জিও সিনেমা অ্যাপে তেলেগুতে ধারাভাষ্য দিচ্ছেন তিনি।
advertisement
advertisement
কেদার যাদব: ভারতীয় দল ও আইপিএলে একাধিক দলের হয়ে দীর্ঘ দিন খেলেছেন কেদার যাদব। এমএস ধোনির চেন্নাই সুপার কিংসের একসময় গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। কিন্তু খারাপ ফর্মের কারণে ভারতীয় দলে জায়গা ও আইপিএল দল হারিয়েছেন তিনি। কোন দল না নেওয়ায় আইপিএল ২০২৩-এ ধারাভাষ্য দিচ্ছেন কেদার যাদব। জিও সিনেমা অ্যাপে মারাঠি ভাষায় ধারাভাষ্য দিচ্ছেন কেদার যাদব।
advertisement
ধবল কুলকার্নি: ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ দিনের অভিজ্ঞ মিডিয়াম পেসার ধবল কুলকার্নি। একসময় ভারতীয় দলের হয়েও কিছু ম্যাচ খেলেছেন। আইপিএলে একাধিক দলের হয়ে ৯২টি ম্যাচ খেলেছেন তিনি। গত মরসুমেও মুম্বই ইন্ডিয়ান্স দলে ছিলেন তিনি। তবে এবার আর কোনও দল পাননি। এবার আইপিএলে মারাঠিতে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন তিনি।
advertisement
কেবি অরুণ কার্তিক: ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট নাম রয়েছে কেবি অরুণ কার্তিকের। আইপিএলে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন পদুচেরীর এই ক্রিকেটার। এবার আইপিএলে জিও সিনেমায় কমেন্ট্রি করছেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2023: এখনও ক্রিকেট খেললেও জোটেনি দল, বাধ্য হয়ে আইপিএলে অন্য কাজ করছেন এই তারকারা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement