উইম্বলডন পেল নতুন রানি, খেতাব জিতে বিশ্বাসই হচ্ছিল না বার্বোরা ক্রেচিকোভার!

Last Updated:

Barbora Krejcikova wins Wimbledon: শনিবার তিন সেটের রোমাঞ্চকর ম্যাচে ইতালির জেসমিন পাওলিনিকে হারিয়ে বার্বোরা ক্রেচিকোভা তাঁর প্রথম উইম্বলডন শিরোপা জিততে সক্ষম হন।

লন্ডন: উইম্বলডন জিতলেন বার্বোরা ক্রেচিকোভা।
শনিবার তিন সেটের রোমাঞ্চকর ম্যাচে ইতালির জেসমিন পাওলিনিকে হারিয়ে বার্বোরা ক্রেচিকোভা তাঁর প্রথম উইম্বলডন শিরোপা জিততে সক্ষম হন।
বার্বোরা ক্রেচিকোভা এই খেতাব জয়ের পর নিজেই যেন বিশ্বাস করতে পারছিলেন না৷ পরে অবশ্য বলেন, আমার কেন জানি না বারবার মনে হচ্ছিল, জিতব। তবে খেলা শেষ না হওয়ার পর্যন্ত তো আর সেটা পাকাপাকি বলা যায় না। গত ২ মাস খুব পরিশ্রম করেছি। টেনিস জীবনের এটাই হয়তো সেরা মুহূর্ত!
advertisement
advertisement
আরও পড়ুন- Gautam Gambhir: গম্ভীরের পর কে হচ্ছেন কেকেআর মেন্টর?এবার সামনে এল চমকে দেওয়া নাম
এদিন  বার্বোরা ক্রেচিকোভা প্রথম সেটে আধিপত্য বিস্তার করলেও দ্বিতীয় সেটে ফিরে আসেন পাওলিনি। চূড়ান্ত সেটে দুর্দান্ত লড়াইয়ের পর বার্বোরা ক্রেচিকোভা জেতেন।
ম্যাচে দুই খেলোয়াড়ের অনেক অনিচ্ছাকৃত ভুল ছিল। তবুও বার্বোরা ক্রেচিকোভার পারফরম্যান্স ছিল তুলনামূলক ভাল। এর আগে ২০২১ সালে ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন তিনি।
advertisement
সেমিফাইনালে বার্বোরা ক্রেচিকোভা ৪ নম্বর বাছাই এলেনা রাইবাকিনাকে হারিয়েছিলেন। বার্বোরা ক্রেটিকোভা তাঁর জীবনের সেরা মুহূর্ত বলেছেন এই জয়কে।
মজার কথা, পাওলিনি যখন রানার-আপ ট্রফি নিতে গেলেন তখন দর্শকরা হাততালি দিয়ে তাঁর খেলাকে সম্মান জানায়। গত মাসে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালের পর এটি তাঁর দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ফাইনাল।
আরও পড়ুন- কেকেআরের কোন সদস্যদের ভারতীয় দলে চান গম্ভীর? সামনে এল অবাক করা দুই নাম
জয়ের পর বার্বোরা ক্রেচিকোভার পরিবার উদযাপনে মেতেছে। এটি কেবল তাঁর প্রথম উইম্বলডন শিরোপাই নয়, ২০২১ সালের পর প্রথম খেতাবও।
বাংলা খবর/ খবর/খেলা/
উইম্বলডন পেল নতুন রানি, খেতাব জিতে বিশ্বাসই হচ্ছিল না বার্বোরা ক্রেচিকোভার!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement