Rafael Nadal Retire: বিশ্ব টেনিসে এক যুগের অবসান! অবসর ঘোষণা রাফায়েল নাদালের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Rafael Nadal Announces Retirement: গত ২ বছর একইবারে ভাল সময় যায়নি। চোটের কারমে কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি। চেষ্টা করলেও কিছুতেই চোটমুক্ত হয়ে ফেরা হয়নি টেনিস কোর্টে। অবশেষে নিজের কেরিয়ার নিয়ে চরম সিদ্ধান্তটা নিয়েই ফেললেন রাফায়েল নাদাল।
গত ২ বছর একইবারে ভাল সময় যায়নি। চোটের কারণে কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি। চেষ্টা করলেও কিছুতেই চোটমুক্ত হয়ে ফেরা হয়নি টেনিস কোর্টে। অবশেষে নিজের কেরিয়ার নিয়ে চরম সিদ্ধান্তটা নিয়েই ফেললেন রাফায়েল নাদাল। পেশাদার টেনিস থেকে অবসর ঘোষণা করলেন ২২টি গ্র্যান্ডস্ল্যাম জয়ের মালিক।
৪ মিনিট ৪৫ সেকেন্ডের একটি ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে অবসরের সিদ্ধান্তের কথ জানিয়েছেন রাফায়েল নাদাল। যেখানে নিজের কেরিয়ারের নানা মুহূর্তের কথা তুলে ধরেছেন রাফা। ছোট বেলা থেকে একটা খেলাকেই ভালবাসার কথা থেকে সেই খেলাই তাকে কীভাবে সব পাইয়ে দিয়েছে তাও জানিয়েছেন স্প্যানিশ তারকা।
ভিডিওতে বারবার নিজের সাফল্যের কথা বলতে গিয়ে হেসেছেন, ঠিক তেমনই কেরিয়ারের কঠিন সময়ের কথা বলতে গিয়ে আবেগ প্রবণ হয়েও পড়েছেন রাফায়েল নাদাল। একইসঙ্গে শেষ ২ বছর কীভাবে চোটের কারণে ভুগেছেন, খুব কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছেন ভিডিও বার্তায় সেই কথাও শোনা গিয়েছে রাফায়েল নাদালের গলায়। চলতি বছর নভেম্বর মাসে স্পেনের মালাগায় ডেভিস কাপ খেলে সেই কথাও জানিয়েছেন রাফা।
advertisement
advertisement
Mil gracias a todos
Many thanks to all
Merci beaucoup à tous
Grazie mille à tutti
谢谢大家
شكرا لكم جميعا
תודה לכולכם
Obrigado a todos
Vielen Dank euch allen
Tack alla
Хвала свима
Gràcies a tots pic.twitter.com/7yPRs7QrOi— Rafa Nadal (@RafaelNadal) October 10, 2024
advertisement
প্রসঙ্গত, ২০০১ সালে পেশাদার টেনিসে অভিষেক। প্রায় দুই যুগের কেরিয়ারে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে কিংবদন্তী হয়ে উঠেছেন নাদাল। তাঁর জেতা ২২টি গ্র্যান্ডস্ল্যামের মধ্যে রয়েছে ফরাসী ওপেন ১৪টি, ইউএস ওপেন ৪টি, অসস্ট্রেলিয়ান ওপেন ২টি, উইম্বডন দুটি। লাল সুড়কির কোর্টের রাজা বলা হয়ে থাকে নাদালকে। নাদালের অবসর টেনিসের এক যুগের অবসান।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 10, 2024 4:13 PM IST