Sourav Ganguly Biopic: ইডেন থেকে বেহালার বাড়ি, সৌরভের বায়োপিকের প্রস্তুতিতে শহরে গোটা টিম! ছবির মুক্তি কবে?
- Reported by: EERON ROY BARMAN
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
ছবির নায়িকা এখনও চূড়ান্ত নয়। অবশ্য গল্পে কী থাকছে, তার আভাস পাওয়া গেল।
সৌরভের বায়োপিকের প্রস্তুতিতে কলকাতায় শুরু হয়ে গেল জোর তৎপরতা। ছবির পরিচালক বিক্রম আদিত্য মতোয়ানি, দুই প্রযোজক অঙ্কুর গর্গ ও লাভরঞ্জন সহ গোটা প্রোডাকশন টিম কলকাতায় রেইকি করতে এসেছে। কলকাতায় সৌরভের ক্রিকেট জীবনের সঙ্গে জড়িয়ে থাকা ইডেন গার্ডেন্স, কলকাতা ময়দান ছাড়াও সৌরভ ছোটবেলায় যেখানে খেলা শিখেছিলেন সেই এরিয়ান ক্লাবের নীচে দুখীরাম ক্রিকেট অ্যাকাডেমি সহ বিভিন্ন জায়গা আজকে পরিদর্শন করেন পরিচালক সহ গোটা প্রোডাকশন টিম। সৌরভের সঙ্গেও কথা বলেন তাঁরা।
আগামিকাল সৌরভের বেহালার বাড়িতে রেইকি করতে যাবেন তাঁরা। দেখা করবেন গঙ্গোপাধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে। আগামী বছর ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে পারে শ্যুটিং। ২০২৬ সালের শেষের দিকে না হলে ২০২৭ বিশ্বকাপের আগে মুক্তি পাবে সিনেমা।
রাজকুমার রাও সৌরভের ভূমিকায় থাকছেন। ইতিমধ্যেই সৌরভের সঙ্গে কথা বলেছেন রাজকুমার। রাজকুমার বাঁহাতি না হওয়ায় তাঁর জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।। তবে অক্টোবর মাসে বাবা হবেন রাজকুমার। সেই কারণে শ্যুটিং শুরু করতে একটু দেরি করা হচ্ছে। তবে সম্পূর্ণ স্ক্রিপ্ট লেখার কাজ শেষ। সিনেমার বাজেট প্রায় আড়াইশো কোটি টাকা।
advertisement
advertisement
তবে ছবির নায়িকা এখনও চূড়ান্ত নয়। অবশ্য গল্পে কী থাকছে, তার আভাস পাওয়া গেল। সৌরভের শুরু থেকে ক্রিকেটার হওয়ার লড়াইয়ের গল্প এবং কাম ব্যাকের গল্প দিয়ে সিনেমার শেষ হবে। কলকাতার পাশাপাশি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া সহ বিদেশের বিভিন্ন জায়গাতেও শ্যুটিং হবে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 26, 2025 9:20 PM IST








