বিয়ারের বোতল নিয়ে সমুদ্রসৈকতে ভারতীয় ক্রিকেটাররা ! অসন্তুষ্ট বিসিসিআই

বোর্ড কর্তাদের নির্দেশ পেয়েই ছবিটি ডিলিট করে দেন রাহুল ৷ কিন্তু ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ছবিটি ৷

  • Last Updated :
  • Share this:

    #অ্যান্টিগা: ২১ তারিখ থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট ৷ ভারতীয় ক্রিকেটাররা প্র্যাকটিস ম্যাচ খেলার ফাঁকেই এখন চুটিয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের আনন্দ নিচ্ছেন ৷  সমুদ্রসৈকতে ঘুরে বেড়ানো , খাওয়া-দাওয়া থেকে শুরু করে স্কুবা ডাইভিং, বিচ ভলিবল খেলা সবই চলছে ৷ কিন্তু এর মধ্যেই আবার একটা কাণ্ড করে বসলেন ভারতীয় দলের তরুণ ক্রিকেটাররা ৷ যা মোটেই ভাল চোখে নেয়নি বিসিসিআই ৷

    ঠিক কী করেছিলেন ভারতীয়রা ৷ লোকেশ রাহুলরা সমুদ্রসৈকতে বসে বিয়ার খেয়েছিলেন ৷ এইটুকু করেই থামেননি তাঁরা ৷ সেই ছবি তুলে আবার পোস্টও করেন সোশ্যাল মিডিয়ায় ৷ বিয়ারের বোতল হাতে ভারতীয় ক্রিকেটারদের ছবি মোটেই ভাল চোখে নেয়নি বিসিসিআই ৷ ক্রিকেটারদের এব্যাপারে সতর্কও করা হয় বোর্ডের তরফ থেকে ৷ দেশের মানুষের কাছে রোল মডেল এ সব ক্রিকেটাররা। বাচ্চারা এই সব ক্রিকেটারদের ভক্ত। তাই রোল মডেলরা এমন করলে যে তার প্রভাব মোটেই ভাল হবে না, সেটা বিসিসিআইয়ের থেকে ক্রিকেটারদের স্পষ্ট করে দেওয়া হয় ৷

    Shikhar-Dhawan-selfie-India-West-Indies-Twitter-380

    এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন লোকেশ রাহুল ৷ তারপরেই শুরু হয় বিতর্ক ৷  টিম ম্যানেজার রিয়াজ ভগবানের মাধ্যমে ক্রিকেটারদের সতর্কবার্তা পাঠিয়ে বলা হয়, ক্রিকেটাররা যেন এ ধরনের ছবি আর পোস্ট না করেন। বোর্ড কর্তাদের নির্দেশ পেয়েই ছবিটি ডিলিট করে দেন রাহুল ৷ কিন্তু ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ছবিটি ৷

    First published:

    Tags: Alchohol, Beer Trouble, India Tour Of Westindies, KL Rahul, Team India