IND vs NZ: টি-২০ সিরিজের আগে জঙ্গল সাফারিতে ভারতীয় ক্রিকেটাররা! ভাইরাল ভিডিও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs NZ T20 Series: টি-২০ সিরিজ শুরুর আগে ভারতীয় দলের কয়েকজন ক্রিকেটার নাগপুরে জঙ্গল সাফারিতে যান। মাঠের চাপ থেকে একটু দূরে গিয়ে প্রকৃতির মাঝে সময় কাটিয়ে মানসিকভাবে চাঙা হওয়াই ছিল এই সফরের মূল উদ্দেশ্য।
ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ শুরু হতে যাচ্ছে নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ভিসিএ) স্টেডিয়ামে। সিরিজ শুরুর আগে ভারতীয় দলের কয়েকজন ক্রিকেটার নাগপুরে জঙ্গল সাফারিতে যান। মাঠের চাপ থেকে একটু দূরে গিয়ে প্রকৃতির মাঝে সময় কাটিয়ে মানসিকভাবে চাঙা হওয়াই ছিল এই সফরের মূল উদ্দেশ্য।
এই জঙ্গল সাফারির একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। ভিডিওতে দেখা যায়, ক্রিকেটাররা খোলা জিপসিতে জঙ্গলের ভিতর ঘুরে বেড়াচ্ছেন। মাঝখানে তারা চা বা কফির বিরতিও নিচ্ছেন। সন্ধ্যার পর নিজেদের থাকার জায়গায় আগুন জ্বালিয়ে উষ্ণতা উপভোগ করতেও দেখা যায়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে।
advertisement
advertisement
এই সিরিজে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব দারুণ রেকর্ড নিয়ে মাঠে নামছেন। অধিনায়ক হিসেবে তিনি এখনও পর্যন্ত কোনো সিরিজ হারেননি। এর আগে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে হারিয়েছেন তিনি। সেই ধারাবাহিকতা বজায় রাখাই এখন তাঁর লক্ষ্য।
Indian T20 team players enjoying in the jungle safari
5 T20 matchs international series played between India and newzealand pic.twitter.com/IEEoZNYfOU— Anuj Yadav (@Anujyav) January 19, 2026
advertisement
আরও পড়ুনঃ টি-২০ বিশ্বকাপের আগে শেষ সুযোগ! সূর্যকুমার ও গম্ভীরের সামনে ৫ বড় মাথাব্যথার কারণ! কোন পথে সমাধান?
দলের শক্তি বাড়াতে ফিরছেন জশপ্রীত বুমরাহ ও হার্দিক পান্ডিয়া। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার সুবাদে দলে ফিরেছেন ঈশান কিশান। চোটের কারণে তিলক বর্মার বদলে অন্তত তিন ম্যাচের জন্য দলে নেওয়া হয়েছে শ্রেয়স আইয়ারকে। এছাড়া ওয়াশিংটন সুন্দর-এর জায়গায় সুযোগ পেয়েছেন স্পিনার রবি বিষ্ণোই।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 20, 2026 9:36 AM IST









