হঠাৎ অবসর টিম ইন্ডিয়ার তারকা উইকেট কিপারের! দিলেন আবেগঘন বার্তা
- Published by:Sudip Paul
Last Updated:
Wriddhiman Saha Retirement: সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর কোনও বাংলার ক্রিকেটার, বাঙালি ক্রিকেটার দীর্ঘ সময় ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করে থাকেন তিনি ঋদ্ধিমান সাহা।
কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর কোনও বাংলার ক্রিকেটার, বাঙালি ক্রিকেটার দীর্ঘ সময় ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করে থাকেন তিনি ঋদ্ধিমান সাহা। বিশেষ করে টেস্ট ক্রিকেটে উইকেটের পিছনে একাধিক অবিশ্বাস্য ক্যাচ ধরে ‘স্পাইডারম্যান’ তকমাও পেয়েছিলেন ঋদ্ধি। দীর্ঘ সময় ভারতীয় দল থেকে বাইরে থাকার পর অবশেষে অবসরের সিদ্ধান্তটা জানিয়েই দিলেন পাপালি।
ভারতীয় দল থেকে তাঁকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। বাংলার সঙ্গে মনোমালিন্যের জেরে পারি দিয়েছিলেন ত্রিপুরাতে। তবে এই মরশুমে ফের বাংলায় ফিরে আসেন ঘরের ছেলে। আর এটাই তার শেষ মরশুম হতে চলেছে তা একপ্রকার ঠিক করেই রেখেছিলেন। রঞ্জিতে ৩টি ম্যাচ হেরেছে বাংলা। গ্রুপের শেষ দুটি ম্যাচ ইডেনে। বাংলা নকআউটে না গেলে ইডেনেই হয়তো কেরিয়ারে ইতি টানবেন ঋদ্ধি।
advertisement
নিজের অবসররের সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন শিলিগুড়ির ছেলে। তারকা উইকেটকিপার-ব্যাটার লিখেছেন,”এটাই আমার শেষ মরশুম। বালার হয়ে শেষবারের মত নামতে পেরে আমি গর্বিত। অবসরের আগে শেষবার রঞ্জি ট্রফিতে নামতে চাই। আমার এই ক্রিকেট জীবনে যাঁরা পাশে ছিলেন সবাইকে ধন্যবাদ। এই মরশুমটাকেও স্মরণীয় করে রাখতে চাই।”
advertisement
advertisement
After a cherished journey in cricket, this season will be my last. I’m honored to represent Bengal one final time, playing only in the Ranji Trophy before I retire. Let’s make this season one to remember! pic.twitter.com/sGElgZuqfP
— Wriddhiman Saha (@Wriddhipops) November 3, 2024
advertisement
আরও পড়ুনঃ KKR News: কেকেআর ভাঙবে মুম্বইয়ের ঘর! শক্তি বাড়াতে মহাতারকাকে নেবে কলকাতা! জানুন বিস্তারিত
প্রসঙ্গত, ২০১০-এ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিলো তাঁর। ২০১৪-য় এমএস ধোনি টেস্ট থেকে অবসরের পর ভারতীয় দলের নিয়মিত সদস্য হয়ে ওঠেন ঋদ্ধি। ২০১৮তে ঋষভ পন্থের উত্থানের পর বিদেশের মাঠে রিজার্ভ বেঞ্চে জায়গা হয়েছিলো তাঁর। ২০২১-এ রাহুল দ্রাবিড় কোচ হিসেবে যোগ দেওয়ার পরে জাতীয় দল থেকে ছিটিকে গিয়েছিলেন ঋদ্ধি। দেশের হয়ে ৪০টি টেস্ট খেলেছেন তিনি। ২৯.৩১ গড়ে করেছেন ১৩৫৩ রান। ৩টি শতরান রয়েছে তাঁর।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 04, 2024 3:26 PM IST