India vs England: ইংল্যান্ডের সফরের শুরুতেই বিতর্কে জড়ালেন যশস্বী, মাঠেই ঘটালেন বড় কাণ্ড!

Last Updated:

India vs England: ২০ তারিখ থেকেইংল্যান্ড সফর শুরুর আগে ভারতীয় 'এ' দল ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলছে। দ্বিতীয় অনানুষ্ঠানিক টেস্টে ভারত ‘এ’ দলের ওপেনার যশস্বী জয়সওয়াল ঝামেলায় জড়ালেন আম্পায়ারের সঙ্গে।

News18
News18
২০ তারিখ থেকেইংল্যান্ড সফর শুরুর আগে ভারতীয় ‘এ’ দল ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলছে। দ্বিতীয় অনানুষ্ঠানিক টেস্টে ভারত ‘এ’ দলের ওপেনার যশস্বী জয়সওয়াল ঝামেলায় জড়ালেন আম্পায়ারের সঙ্গে। যা ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। নষ্ট হয় খেলার ভাবমূর্তিও। মেঘলা আবহাওয়া, ভেজা আউটফিল্ড ও সবুজ পিচের মধ্যেও ভারতীয় ওপেনাররা ভালো সূচনা করেন এবং বিনা উইকেটে ২৮ রান তোলেন। ঠিক সেই সময়ই ঘটে বিতর্কিত ঘটনা।
শুক্রবার, ইংল্যান্ড লায়ন্স ভারত এ দলকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়। ভারতের একাদশে কিছু পরিবর্তন আনা হয়, ওপেনিংয়ে রাখা হয় কেএল রাহুল ও যশস্বী জয়সওয়ালকে। এটা একটি ইঙ্গিতও হতে পারে যে তারা আসন্ন প্রথম টেস্টে ওপেনিং করবেন।
ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ভারত ব্যাট করতে নামে। ক্রিস ওকস, ইনজুরি কাটিয়ে ফেরা এই অভিজ্ঞ অলরাউন্ডার ২৮ বলে ১৭ রান করা যশস্বীকে এলবিডব্লিউ করেন। বলটি প্যাডে লাগলেও, অনেকেই মনে করেন বলটি লেগ স্টাম্পের বাইরে যাচ্ছিল। তবুও আম্পায়ার তাকে আউট ঘোষণা করেন। যশস্বী এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন এবং আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। ম্যাচে ডিআরএস না থাকায় সিদ্ধান্ত বদলানোর সুযোগ ছিল না।
advertisement
advertisement
যশস্বী জয়সওয়াল ভারতের অন্যতম সম্ভাবনাময় ব্যাটসম্যান। ১৯টি টেস্টে ১৭৯৮ রান করা এই বাঁহাতি ওপেনার প্রথম অনানুষ্ঠানিক টেস্টেও ২৪ ও ৬৪ রানের ইনিংস খেলেন। অস্ট্রেলিয়া সফরেও তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন। ইংল্যান্ড সফরের প্রেক্ষাপটে, তার ফর্ম ভারতের জন্য বড় শক্তি।
advertisement
ভারতীয় দলের দিক থেকে দেখতে গেলে, এই ম্যাচে সরফরাজ খানকে বাদ দিয়ে রাহুলকে দলে নেওয়া হয়েছে। বোলিং বিভাগেও এসেছে চমক; প্রথম ম্যাচ থেকে কেবল শার্দুল ঠাকুরকে ধরে রাখা হয়েছে। আগামী ২০ জুন থেকে টেস্ট সিরিজ শুরু হবে, তার আগে ভারতীয় দল ১৩ জুন একটি আন্তঃ-স্কোয়াড ম্যাচ খেলবে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs England: ইংল্যান্ডের সফরের শুরুতেই বিতর্কে জড়ালেন যশস্বী, মাঠেই ঘটালেন বড় কাণ্ড!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement