Ind vs SL: অধিনায়কত্ব পেয়েই জ্বলে উঠলেন সূর্য! শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় রান তুলল ভারত

Last Updated:

India vs Sri Lanka: শনিবার ক্যান্ডিতে বড় রান করল ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২১৩ রান তুলল ভারত।

বড় রান তুলল ভারত।
বড় রান তুলল ভারত।
ক্যান্ডি: ভারতীয় দলে গম্ভীর যুগের শুরু। গৌতম গম্ভীর দায়িত্ব নেওয়ার পরে গত কয়েক দিনে বেশ কিছু পরিবর্তন এসেছে ভারতীয় দলে। অনেক সমালোচনার মুখেও পড়তে হয়েছে প্রাক্তন কেকেআর মেন্টরকে। কিন্তু দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় রান তুলল ভারত।
শনিবার ক্যান্ডিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২১৩ রান তুলল ভারত। ওপেনিংয়ে ব্যাট করতে নেমেই ঝড় তোলেন যশস্বী জয়সওয়াল এবং শুভমন গিল। ২১ বলে ৪০ করে আউট হন জয়সওয়াল, গিল করেন ১৬ বলে ৩৪ রান। অধিনায়কের দায়িত্ব পেয়েই সফল সূর্যকুমার যাদব। ২৬ বলে ৫৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন সূর্যকুমার। তাঁর ৫৮ রানের ইনিংসে ৮টি চার এবং ২টি ছয় মারেন সূর্য কুমার।
advertisement
advertisement
সূর্যের আউট হওয়ার পরেই ভারতের রানের গতি কমতে শুরু করে। ঋষভ পন্থ এবং হার্দিক পান্ডিয়া, দু’জনেই কিছুটা ধীর গতিতে নিজেদের ইনিংস শুরু করেন। সেট হয়ে স্বমহিমায় ফেরেন পন্থ, তিনি ৩৩ বলে ৪৯ রান করেন, হার্দিক পান্ডিয়া ১০ বলে ৯ রান করেন। শ্রীলঙ্কার হয়ে একমাত্র উজ্জ্বল পাতিরানা। তিনি ৪ ওভার বল করে ৪০ রান দিয়ে ৪টি উইকেট নেন।
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs SL: অধিনায়কত্ব পেয়েই জ্বলে উঠলেন সূর্য! শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় রান তুলল ভারত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement