পেনাল্টি মারলেন গিল, হ্যারি করলেন ব্যাটিং, ম্যাঞ্চেস্টারে ইউনাইটেড হল ভারতীয় দল
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Team India Meets Manchester United Players Ahead Of IND vs ENG 4th Test: ২৩ জুলাই থেকে ম্যাঞ্চেস্টারে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টেস্ট। তার আগে রবিবার এক বিশেষ মুহূর্তের সাক্ষী রইল ভারতীয় দল।
২৩ জুলাই থেকে ম্যাঞ্চেস্টারে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টেস্ট। তার আগে রবিবার এক বিশেষ মুহূর্তের সাক্ষী রইল ভারতীয় দল। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ট্রেনিং সেন্টারে ক্রিকেট ও ফুটবলের এক অসাধারণ মিলন ঘটে। বিসিসিআই-এর পক্ষ থেকে ‘United in Manchester’ ক্যাপশন দিয়ে এই ঐতিহাসিক সাক্ষাতের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। দুই দলের খেলোয়াড়েরা একে অপরের জার্সি পরে আলাপচারিতায় মেতে ওঠেন। দুই দলের প্রধান কোচও উপস্থিত ছিলেন এই মহান মিলনে।
এই বন্ধুত্বপূর্ণ সাক্ষাতে শুধু জার্সি নয়, বিনিময় হয় খেলার কৌশল ও অভিজ্ঞতা। হ্যারি ম্যাগুয়ের ও ব্রুনো ফার্নান্দেজদের সঙ্গে দীর্ঘক্ষণ আড্ডা দেন শুভমান গিল ও মহম্মদ সিরাজরা। অপরদিকে, ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহর সঙ্গেও সময় কাটান ইউনাইটেড তারকারা। এক ছবিতে দেখা যায়, ম্যান ইউ কোচ ভারতীয় খেলোয়াড়দের মোটিভেশনাল বার্তা দিচ্ছেন। ঋষভ পন্থ ফুটবলে শট নেন আর হ্যারি ম্যাগুয়ের চেষ্টা করেন সিরাজের টেনিস বল সামলাতে।
advertisement
🚨 Squad Update: Nitish Kumar Reddy ruled out of the series. Arshdeep Singh ruled out of fourth Test 🚨
The Men’s Selection Committee has added Anshul Kamboj to the squad.
More details here – https://t.co/qx1cRCdGs0 #TeamIndia #ENGvIND
— BCCI (@BCCI) July 21, 2025
advertisement
advertisement
উপহার বিনিময়ের ক্ষেত্রেও ছিল আন্তরিকতা। ভারতীয় দল ইউনাইটেডের খেলোয়াড়দের টেস্ট এবং ওডিআই জার্সি উপহার দেয়। পাল্টা ভারতীয় ক্রিকেটারদের জন্য ইউনাইটেডের পক্ষ থেকে হোম ও অ্যাওয়ে কিট তুলে দেওয়া হয়। এই ঘরোয়া ও প্রাণবন্ত মিটিং দুই ক্রীড়াজগতের বন্ধুত্বকে এক নতুন মাত্রা দেয়।
An epic crossover 🔝
Indian Cricket Team 🤝🏻 Manchester United#TeamIndia | @ManUtd pic.twitter.com/VNcovRIs5X
— BCCI (@BCCI) July 21, 2025
advertisement
তবে এই আনন্দঘন মুহূর্তের মাঝেও ভারতের সামনে কঠিন লড়াই। লর্ডসে তৃতীয় টেস্টে হেরে সিরিজে ২-১ পিছিয়ে থাকা ভারতীয় দল এখন ওল্ড ট্র্যাফোর্ডে সিরিজ বাঁচানোর লক্ষ্যে খেলবে। চোট-আঘাতের চিন্তা ও ইংল্যান্ডের চ্যালেঞ্জ সামলে এই টেস্টে জিততেই হবে গম্ভীরদের, না হলে সিরিজ হারের আশঙ্কা প্রবল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 21, 2025 1:45 PM IST