বিরাটের কোহিনূর ইনিংসে আচ্ছন্ন টিম ইন্ডিয়াও

Last Updated:

বিরাট জাদু। আর তারই রেশ গোটা টিম ইন্ডিয়াতেও। বিশ্বকাপের সেমিফাইনালের আগে বিরাটের ইনিংসটাই বাড়তি অক্সিজেন ধোনি ব্রিগেডের। ৩১মার্চ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া।

#মোহালি:  আরও একটা ম্যাচ উইনিং ইনিংস। ততক্ষণে বাকরুদ্ধ মোহালিতে মুগ্ধতার সীমানা পেরিয়ে গিয়েছে। অস্ট্রেলিয়া বধের পর মাটি ছুঁয়ে বসে পড়লেন বীর-নায়ক। এরপর হাত তুলে ভিকট্রি ল্যাপ। বিরাট জাদুতে আচ্ছ্বন্ন গোটা বিশ্ব।
মোহালি জুড়ে ম্যাচ শেষে শুধু কোহলি-বন্দনা। যা মোহালি থেকে নিমেষে ছড়িয়ে পড়ল গোটা বিশ্বে। বিরাট-শো শেষেই সোশ্যাল নেটওয়ার্কিংয়ে শুভেচ্ছা-অভিনন্দন, বিস্ময়, অবিশ্বাস্য ইনিংস নিয়ে ঝড়। আর মাঠে খেলা শেষের অনেক পরেও বিরাটকে কোলে তুলে উচ্ছ্বাস সতীর্থদের। কাঙারু-বধের অন্যতম নায়কের অপরাজিত ৮২রানের ইনিংস।
টিম হোটেলে ফিরেও সেই উচ্ছ্বাসের আবহ। মধ্যমনি বিরাটের হাত ধরেই ছুটল শ্যাম্পেনের ফোয়ারা। চলল সেমিফাইনালে ওঠার আনন্দে কেক কেটে সেলিব্রেশন।বিরাট কোহলির অপর নাম আত্মবিশ্বাস। বিরাটের অপর নাম রান তাড়া করে জয়ের কারিগর। ক্রিকেট জাদুকরের ক্যারিশ্মায় মুগ্ধ গোটা ক্রিকেট বিশ্ব। টি-টোয়েন্টিতে রান তাড়া করে সফল ব্যাটসম্যানদের মধ্যেও এখন শীর্ষে বিরাট কোহলি। রান করেছেন ৭৩৭। মার্টিন গাপ্টিল ৬১১রান। শেন ওয়াটসন করেন ৬০১ রান।
advertisement
advertisement
টি-টোয়েন্টিতে হাফ- সেঞ্চুরি করার দৌড়েও সবার শীর্ষে বিরাট কোহলি। তাঁর অর্ধশতরানের সংখ্যা ১৫। এরপর রয়েছেন ক্রিস গেইল, তিলকরত্নে দিলশান এবং ম্যাকালাম। হাফ সেঞ্চুরির সংখ্যা ১৩।
মাত্র ৩৯টি ম্যাচ খেলে ১৫০০ রান করেছেন বিরাট। এই রান করতেই গেইলের লেগেছিল ৪৪টি ম্যাচ।
বিরাটে ভর করেই ফের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভারতীয় শিবিরের অন্দরে। ৩১মার্চ সেমিফাইনাল। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। অশনি সংকেত একটাই, যুবির চোট। তবে বিরাট-রাজে টিম গেম নিয়ে ভাবতে চান না ক্যাপ্টেন কুল। বিকল্প অপশনে তৈরি হয়েই রয়েছেন অজিঙ্কা রাহানে। না, কোনও কিছুই যেন দমাতে পারবে না এই ভারতকে। বিরাটের আত্মবিশ্বাস, আবেগ ছড়িয়ে গেছে যেন গোটা মেন ইন ব্লু জার্সিতেই। বিরাটের আবারও একটা কোহিনূর ইনিংস দেখার অপেক্ষাতেই গোটা ভারতীয় শিবির।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
 বিরাটের কোহিনূর ইনিংসে আচ্ছন্ন টিম ইন্ডিয়াও
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement