নাম ঘোষণা হল না কোচের, অধিনায়কের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত, জানালেন সৌরভ

Last Updated:

সাংবাদিক সম্মেলনে সৌরভ গঙ্গোপাধ্যায় জানালেন , কোচ বাছতে আরও কিছু সময় চাইছেন তাঁরা ৷

#মুম্বই: ভারতীয় দলের পরবর্তী হেড কোচ কে ? এই নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই চলছিল না জল্পনা-কল্পনা ৷ আজ, সোমবারই ছিল সেই দীর্ঘ অপেক্ষার শেষদিন ৷ কারণ কোহলিদের ওয়েস্ট ইন্ডিজ সফর চলাকালীনই ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির পক্ষ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন ১০ জুলাই বিকেলেই জানা যাবে নতুন হেড কোচের নাম ৷ কিন্তু সবাইকে চমকে দিয়ে এদিন বোর্ড কর্তাদের সঙ্গে সাংবাদিক সম্মেলনে সৌরভ গঙ্গোপাধ্যায় জানালেন , কোচ বাছতে আরও কিছু সময় চাইছেন তাঁরা ৷ অধিনায়কের সঙ্গে আলোচনা করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷
ভারতীয় দলের কোচের পদে আবেদন করেছিলেন বেশ কয়েকজন ৷ তাঁদের মধ্যে যদিও হট ফেভারিট ছিলেন রবি শাস্ত্রী ৷ সেহওয়াগ, টম মুডিরা লড়াইয়ে থাকলেও গোটা দেশবাসী প্রায় ধরেই নিয়েছিলেন আজ নতুন হেড কোচের পদে শাস্ত্রীর নামই উল্লেখ করবেন ৷ কিন্তু কোথায় কী, মুম্বইয়ে বোর্ডের সাংবাদিক সম্মেলনে এদিন লক্ষ্মণ, অমিতাভ চৌধুরি, রাহুল জোহরিদের সঙ্গে নিয়েই সৌরভ গঙ্গোপাধ্যায় জানালেন, এখনই ঘোষণা করা হচ্ছে না নতুন কোচের নাম ৷
advertisement
advertisement
কোচের পদে আবেদনা যাঁরা করেছেন, তাঁরা প্রত্যেকেই যথেষ্ট ভাল প্রেজেন্টেশন দিয়েছেন বলেও জানান মহারাজ ৷ তিনি বলেন, নতুন কোচ ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন ৷ সেজন্য আরও ভেবেচিন্তেই কোচ নির্বাচন হবে ৷ বিরাট কোহলি ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরলে এব্যাপারে তাঁর মত নেওয়া হবে ৷
advertisement
এদিন মুম্বইয়ে স্কাইপে রবি শাস্ত্রীর পাশাপাশি ইন্টারভিউ হয় বীরেন্দ্র সেহওয়াগ, লালচাঁদ রাজপুত এবং টম মুডির ৷
সৌরভ গঙ্গোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে সোমবার যা যা বললেন, দেখে নিন নীচের ভিডিওতে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
নাম ঘোষণা হল না কোচের, অধিনায়কের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত, জানালেন সৌরভ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement