ভাঙন নয়, এখন আরও অটুট টিম বিসিসিআই ! দাবি অনুরাগের
Last Updated:
বৈঠক শেষে প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরের দাবি, ভাঙন নয় বরং এখনও অটুট টিম বিসিসিআই।
#মুম্বই: লোধার ঠেলায় ভাঙন বোর্ডের অন্দরে। মুম্বইয়ে ম্যারাথন বৈঠকের পর বিতর্কিত ছ’টি সুপারিশকে আপাতত ঠান্ডা ঘরে ঠেলে গুরুত্বহীন সুপারিশকে ঢাল করেই আগামী ৬ তারিখ সুপ্রিম কোর্টে যাচ্ছে বিসিসিআই। বৈঠক শেষে প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরের দাবি, ভাঙন নয় বরং এখনও অটুট টিম বিসিসিআই।
ছিল জরুরি সাধারণ সভা। হয়ে দাঁড়াল ম্যারাথন বৈঠকে। দিনের শুরুতেই লোধার পুরো সুপারিশ কার্যকর করতে বোর্ডের উপর চাপ দেয় মধ্যপ্রদেশ এবং বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন। উত্তর-পূর্বের সংস্থাগুলিও তাদের পাশে দাঁড়ায়। সওয়াল করা হয় এক রাজ্য এক ভোটের পক্ষে। যার জেরে বোর্ডের অন্দরেই অনাস্থার মুখে পড়তে হয় প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরকে। দেখা দেয় গণভোটের সম্ভাবনা। এই পরিস্থিতি কাটিয়ে ফের নিজের পথেই বিসিসিআই। দিনের শেষে লোধা কমিশনের মূল ছ’টি সুপারিশকে পাশ কাটিয়ে বোর্ড সায় দিয়েছে...
advertisement
বোর্ডের যেখানে সায় ------------------- আইপিএলের গর্ভনিং কাউন্সিলে ক্যাগের প্রতিনিধি নিয়োগ মহিলা ক্রিকেটারদের জন্য আলাদা কমিটি তৈরি ক্রিকেট প্রশাসনে প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি বাড়ানো পেশাদারিত্ব আনতে সিইও’র ক্ষমতা আরও বাড়ানো ঘরোয়া ক্রিকেট ও আইপিএলের মাঝে ১৫ দিনের ছাড়
advertisement
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গভর্নিং কাউন্সিলে বসানো হবে ক্যাগের প্রতিনিধিকে। মহিলা ক্রিকেটের উন্নয়নে তৈরি করা হবে পৃথক কমিটি। ক্রিকেটে প্রশাসনে বাড়ানো হবে প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিত্ব। বোর্ডের কাজে গতি এবং পেশাদারিত্ব আনতে এবার থেকে সিইও’র ক্ষমতা আরও বাড়ানো হল। ঘরোয়া ক্রিকেট ও আইপিএলের মাঝে পনেরো দিনের ছাড় দেওয়া হল।
advertisement
বিরাট কোহলিদের টেস্ট ক্রিকেটের পারিশ্রমিক দ্বিগুন হওয়া দিনে, লোধা কমিশনের সুপারিশ নিয়ে কার্যত হেলে গেল ভারতীয় ক্রিকেট বোর্ড। ছ’তারিখ সুপ্রিম পরীক্ষার আগে ফের তাপ্পি মারা সুপারিশকেই ঢাল করা হল। ফলে আগামী বৃহস্পতিবার শিরকে-অনুরাগদের কপালে কী জুটবে, তা দেখতেই মুখিয়ে আছে ক্রিকেট মহল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 02, 2016 11:32 AM IST