Virat Kohli: পুরনো প্রেমিক কোহলিকে নিয়ে গর্বিত অভিনেত্রী তামান্না! কারণ জানলে অবাক হবেন
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
মুম্বই: অনুষ্কা শর্মার সঙ্গে প্রেমের পর্ব শুরু করার আগে তামান্না ভাটিয়ার সঙ্গে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির সম্পর্ক ছিল। তারা প্রেম করছেন এমন কথা শোনা যেত টলি পাড়ায় রোজ দিন। তবে সেসবই এখন পুরনো। তামান্নার সঙ্গে সম্পর্কের টানকে পেছনে ফেলে বিরাট বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাকে। অন্যদিকে তামান্না এবার মন দিয়েছেন অভিনেতা বিজয়কে। তাদের সেই সম্পর্কের বিষয়টি ভক্তদের কাছে কিছু দিন আগেই প্রকাশ্যে এসেছে।
এসবের মধ্যেই আবারও তামান্নার মুখে শোনা গেল বিরাট কোহলির নাম। সম্প্রতি এক সাক্ষাৎকারে কোহলিকে নিয়ে প্রশ্নের মুখে পড়েন এ অভিনেত্রী। যেখানে তিনি জানান, বিজ্ঞাপনের শুটিং সেট থেকেই দুজনের আলাপ। এর পর কথাবার্তা হয়েছিল। কিন্তু এসবের মাঝেই দুজনকে নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। ব্যক্তি কোহলির প্রশংসা করতে দেখা যায় তামান্নাকে। তিনি মনে করেন অনেক অভিনেতার থেকেও ভালো কোহলি।
advertisement
অভিনেত্রী বলেন, এটা বলতে পারি অনেক অভিনেতার থেকে বিরাট সব দিক দিয়েই ভালো।’ একসময় এই দু’জনের প্রেম ছিল হট টপিক।প্রেম এতটাই গভীর হয়েছিল যে প্রায় বিয়ে ঠিক হয় আর কি! তবে হঠাৎ করেই অজানা কারণে বিরাট-তামান্নার সম্পর্কে চিড় ধরে। তারপর অনুষ্কার সঙ্গে বিরাটের প্রেম শুরু হয় এবং শেষে বিয়ে।প্রসঙ্গত,গত কয়েক মাস ধরেই বলিউড ইন্ডাস্ট্রিতে রটেছিল অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে নাকি গোপনে গোপনে প্রেম করছেন তামান্না।
advertisement
advertisement
King Virat kohli With Tamannaah Bhatia Rare Collection ❤❤❤❤@imVkohli @tamannaahspeaks #ViratKohli pic.twitter.com/mX2q3YO7YI
— RK (@RKQ152) October 3, 2021
কয়েকদিন আগেই বিমানবন্দরে একসঙ্গে দেখা যায় তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মাকে। তবুও এতদিন মুখ ফুটে কিছুই বলেছিলেন না তামান্না ও বিজয়। তবে এবার সব গুঞ্জনে ইতি টানতে প্রেম নিয়ে মুখ খুললেন তামান্না।সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না জানালেন, ”সহকর্মীর সঙ্গে সময় কাটালে অনেকেই মনে করেন তাঁরা প্রেম করছেন। আসলে একটা বন্ধুত্ব তৈরি হয়। তবে বিজয়ের সঙ্গে আমার একটা সম্পর্ক রয়েছে। যা কিনা অনেকটাই বন্ধুত্বে ভরা। আমরা দুজনেই দুজনকে সময় দিচ্ছি।”
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 17, 2023 10:47 AM IST