সামনেই আইপিএল ২০২৩-এর মিনি নিলাম, দেখে নিন প্রতি দলের রিটেন ও রিলিজ লিস্ট

Last Updated:

আইপিএল ২০২৩ সংস্করণের জন্য নিলাম হতে চলেছে ২৩ ডিসেম্বর কোচি শহরে। অকশনের জন্য মোট ৯৯১ জন ক্রিকেটারের নাম রেজিস্টার করা হয়েছিল। তার মধ্যে ৪০৫ জনকে অকশনের জন্য বেছে নেওয়া হয়েছে।

#কোচি: ২৩ ডিসেম্বর কোচিতে বসতে চলেছে আইপিএল ২০২৩-এর মিনি নিলাম। ভাগ্য নির্ধারণ হবে ৪০৫ জন ক্রিকেটারের। মিনি নিলামে যেমন যুক্ত হয়েছে দেশ বিদেশের একাধিক তারকা ক্রিকেটার। ঠিক তেমনই আইপিএলের ১০টি দলের রিলিজ করা প্লেয়াররাও থাকছে। ২০২৩ মরসুমের আগে শক্তিশালী দল গড়তে নিলামে নিজেদের স্ট্র্যাটেজি তৈরি করে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিগুলি। এখন শুধু কোচিতে হাতুড়ির শব্দ বাজার অপেক্ষা।
আইপিএল ২০২৩ মিনি নালামের আগে এক ঝলকে দেখে নিন আইপিএলের ১০টি দলের রিলিজ ও রিটেইন লিস্ট-
মুম্বই ইন্ডিয়ান্সের রিলিজ লিস্ট- কায়রন পোলার্ড, আনমোলপ্রীত সিং, আরিয়ান জুয়াল, বাসিল থাম্পি, ড্যানিয়েল সামস, ফ্যাবিয়ান অ্যালেন, জয়দেব উনাদকাট, মায়াঙ্ক মার্কান্ডে, মুরুগান অশ্বিন, রাহুল বুদ্ধি, রিলে মেরেডিথ, সঞ্জয় যাদব, টাইমাল মিলস।
advertisement
মুম্বই ইন্ডিয়ান্সের রিটেন লিস্ট- রোহিত শর্মা (অধিনায়ক), টিম ডেভিড, রমনদীপ সিং, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, ইশান কিশান, ট্রিস্টান স্টাবস, ডিওয়াল্ড ব্রেভিস, জোফ্রা আর্চার, জসপ্রীত বুমরাহ, অর্জুন তেন্ডুলকর, আরশাদ খান, কুমার কার্তিকে, হৃত্ত্বিক শোকিন, জেসন বেহরন, আকাশ মাধোয়াল
advertisement
কেকেআর রিলিজ লিস্ট- প্যাট কামিন্স, স্যাম বিলিংস, আমান খান, শিবম মাভি, মহম্মদ নবি, চামিকা করুণারত্নে, অ্যারন ফিঞ্চ, অ্যালেক্স হেলস, অভিজিৎ তোমর, অজিঙ্কা রাহানে, অশোক শর্মা, বাবা ইন্দ্রজিৎ, প্রথম সিং, রমেশ কুমার, রাশিখ সালাম, শেলডন জ্যাকসন।
কেকেআর রিটেইন লিস্ট- শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নীতীশ রানা, রহমানুল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অনুকুল রায়, রিংকু সিং
advertisement
সানরাইজার্স হায়দরাবাদের রিলিজ লিস্ট- কেন উইলিয়ামসন, নিকোলাস পুরান, জগদীশা সুচিথ, প্রিয়ম গর্গ, রবিকুমার সমর্থ, রোমারিও শেফার্ড, সৌরভ দুবে, শন অ্যাবট, শশাঙ্ক সিং, শ্রেয়স গোপাল, সুশান্ত মিশ্র, বিষ্ণু বিনোদ
সানরাইজার্স হায়দাবাদের রিটেন লিস্ট- আবদুল সামাদ, এডেন মার্করাম, রাহুল ত্রিপাঠি, গ্লেন ফিলিপস, অভিষেক শর্মা, মার্কো জ্যানসেন, ওয়াশিংটন সুন্দর, ফজলহক ফারুকী, কার্তিক ত্যাগী, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, ওমরান মালিক।
advertisement
সিএসকের রিলিজ লিস্ট- ডোয়াইন ব্রাভো, রবিন উথাপ্পা, অ্যাডাম মিলনে, হরি নিশান্থ, ক্রিস জর্ডান, ভাগথ ভার্মা, কেএম আসিফ, নারায়ণ জগদিসান।
সিএসকের রিটেন লিস্ট- এমএস ধোনি (অধিনায়ক), ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কওয়াড়, আম্বাতি রাইডু, শুভ্রাংশু সেনাপতি, মইন আলি, শিবম দুবে, রাজবর্ধন হ্যাঙ্গারগেকর, ডোয়াইন প্রিটোরিয়াস, মিচেল স্যান্টনার, রবীন্দ্র জাদেজা, তুষার দেশপান্ডে, মুকেশ চৌধুরী, দীপারশা সিং, রবীন্দ্র জাদেজা, প্রশান্ত সোলাঙ্কি, মহেশ থিকশানা।
advertisement
পঞ্জাব কিংসের রিলিজ লিস্ট- মায়াঙ্ক আগরওয়াল, ওডেন স্মিথ, বৈভব অরোরা, বেনি হাওয়েল, ঈশান পোরেল, আনশ প্যাটেল, প্রেরক মানকদ, সন্দীপ শর্মা, ঋত্ত্বিক চট্টোপাধ্যায়।
পঞ্জাব কিংসের রিটেন লিস্ট- শিখর ধওয়ান (অধিনায়ক), শাহরুখ খান, জনি বেয়ারস্টো, প্রভসিমরান সিং, ভানুকা রাজাপাকসে, জিতেশ শর্মা, রাজ বাওয়া, ঋষি ধাওয়ান, লিয়াম লিভিংস্টোন, অথর্ব তাইদে, অর্শদীপ সিং, বালতেজ সিং, ন্যাথান এলিস, কাগিসো রাবাডা, রাহুল চাহার, হরপ্রীত ব্রার।
advertisement
গুজরাট টাইটানসের রিলিজ লিস্ট- রহমানউল্লাহ গুরবাজ, লকি ফার্গুসন, ডমিনিক ড্রেকস, গুরকিরাত সিং, জেসন রয়, বরুণ অ্যারন।
গুজরাট টাইটানসের রিটেন লিস্ট- হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), শুভমান গিল, ডেভিড মিলার, অভিনব মনোহর, সাই সুদর্শন, ঋদ্ধিমান সাহা, ম্যাথিউ ওয়েড, রাশিদ খান, রাহুল তেওয়াটিয়া, বিজয় শঙ্কর, মহম্মদ শামি, আলজারি জোসেফ, যশ দয়াল, প্রদীপ সাংওয়ান, দর্শন নালকান্দে, জয়ন্ত যাদব, আর সাই কিশোর, নূর আহমদ।
advertisement
লখনউ সুপার জায়ান্টসের রিলিজ লিস্ট- অ্যান্ড্রু টাই, অঙ্কিত রাজপুত, দুষ্মান্তা চামিরা, এভিন লুইস, জেসন হোল্ডার, মনীশ পান্ডে, শাহবাজ নাদিম।
লখনউ সুপার জায়ান্টসের রিটেন লিস্ট- কেএল রাহুল (অধিনায়ক), আয়ুষ বাদোনি, করণ শর্মা, মনন ভোহরা, কুইন্টন ডি কক, মার্কাস স্টোইনিস, কৃষ্ণাপ্পা গৌতম, দীপক হুডা, কাইল মায়ার্স, ক্রুনাল পান্ডিয়া, আবেশ খান, মহসিন খান, মার্ক উড, মায়াঙ্ক যাদব, রবি বিষ্ণোই।
আরসিবির রিলিজ লিস্ট- জেসন বেহরেনডর্ফ, অনীশ্বর গৌতম, চামা মিলিন্দ, লুভনিথ সিসোদিয়া, শেরফেন রাদারফোর্ড।
আরসিবির রিটেন লিস্ট- ফাফ ডু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, সুযশ প্রভুদেসাই, রজত পতিদার, দীনেশ কার্তিক, অনুজ রাওয়াত, ফিন অ্যালেন, গ্লেন ম্যাক্সওয়েল, ওয়ানিন্দু হাসরাঙ্গা, শাহবাজ আহমেদ, হর্ষাল প্যাটেল, ডেভিড উইলি, কর্ণ শর্মা, মহিপাল লোমর, মহম্মদ সিরাজ, জশ হ্যাজেলউড, সিদ্ধার্থ কৌল, আকাশ দীপ।
রাজস্থান রয়্যালসের রিলিজ লিস্ট- অনুনয় সিং, করবিন বোশ, ড্যারিল মিচেল, জিমি নিশাম, করুণ নায়ার, ন্যাথান কুল্টার-নাইল, রাসি ভ্যান ডের ডুসেন, শুভম গাড়ওয়াল, তেজস বারোকা।
রাজস্থান রয়্যালসের রিটেন লিস্ট- সঞ্জু স্যামসন (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শিমরন হেটমায়ার, দেবদত্ত পাড়িক্কল, জস বাটলার, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, প্রসিদ্ধ কৃষ্ণা, ট্রেন্ট বোল্ট, ওবেড ম্যাককয়, নভদীপ সাইনি, কুলদীপ সেন, কুলদীপ যাদব, আর অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, কেসি ক্যারিয়াপ্পা।
দিল্লি ক্যাপিটালসের রিলিজ লিস্ট- শার্দুল ঠাকুর, টিম সেইফার্ট, অশ্বিন হেব্বার, কেএস ভরত, মনদীপ সিং
দিল্লি ক্যাপিটালসের রিটেন লিস্ট- ঋষভ পান্ত (সি), ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, রিপাল প্যাটেল, রোভম্যান পাওয়েল, সরফরাজ খান, যশ ধুল, মিচেল মার্শ, ললিত যাদব, অক্ষর প্যাটেল, অ্যানরিচ নর্টজে, চেতন সাকারিয়া, কমলেশ নগরকোটি, খলিল আহমেদ, লুঙ্গি এনগিদি, মুস্তাফিজুর রহমান , আমান খান, কুলদীপ যাদব, প্রবীণ দুবে, ভিকি অস্তওয়াল
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
সামনেই আইপিএল ২০২৩-এর মিনি নিলাম, দেখে নিন প্রতি দলের রিটেন ও রিলিজ লিস্ট
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement