ICC T20 World Cup: বিরল নজির ! বিয়ের পর প্রথম দম্পতি হিসেবে টি২০ বিশ্বকাপ জয় অ্যালিসা-স্টার্কের

Last Updated:

Mitchell Starc and Alyssa Healy: মিচেল স্টার্ক এবং তাঁর স্ত্রী অ্যালিসা হিলি ৷ দু’জনেই অস্ট্রেলিয়ার জাতীয় দলের ক্রিকেটার ৷ বিয়ে করার পরে তাঁরা দু’জনেই টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেন ৷

Photo: Twitter
Photo: Twitter
দুবাই: নিউজিল্যান্ডকে রবিবার ৮ উইকেটে হারিয়ে প্রথমবার টি২০ বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে অস্ট্রেলিয়া ৷ আর এরই মাঝে একটি বিরল নজিরও গড়তে সফল স্টার্ক দম্পতি ৷ হ্যা, মিচেল স্টার্ক এবং তাঁর স্ত্রী অ্যালিসা হিলি ৷ দু’জনেই অস্ট্রেলিয়ার জাতীয় দলের ক্রিকেটার ৷ বিয়ে করার পরে তাঁরা দু’জনেই টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেন (Mitchell Starc and Alyssa Healy are now the first couple with both winning the T20 World Cup after getting married) ৷
অ্যালিসা হিলি দেশের হয়ে দু’বার টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেও মিচেল স্টার্ক এই প্রথম ৷ ৫০ ওভারের বিশ্বকাপে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার দখলেই ৷ কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথমবার চ্যাম্পিয়ন হল ক্যাঙারুরা ৷ টুর্নামেন্টের শুরুতেও অজিদের সম্ভাব্য চ্যাম্পিয়নদের তালিকায় সে ভাবে ধরা হয়নি ৷ কিন্তু যতোই টুর্নামেন্ট এগিয়েছে, ততোই মরুদেশের মাটিতে মজবুত দেখিয়েছে ফিঞ্চ-ব্রিগেডকে ৷
advertisement
Mitchell Starc with wife Alyssa Healy (Picture: Twitter/@ahealy77) Mitchell Starc with wife Alyssa Healy  (Picture: Twitter/@ahealy77)
advertisement
ক্রিকেটের ইতিহাসে প্রথম দম্পতি হিসেবে বিরল নজির গড়লেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি এবং মিচেল স্টার্ক। বিয়ের পরবর্তীতে তাঁরাই প্রথম ক্রিকেট দম্পতি যাঁরা দেশের হয়ে টি-২০ বিশ্বকাপ জয়ের নজির গড়লেন। টি২০ বিশ্বকাপে এর আগে ২০১০ সালে ফাইনাল খেললেও সেবার জিততে পারেনি হলুদ-ব্রিগেড ৷ এবারই প্রথমবার কুড়ির বিশ্বকাপে ট্রফি জিততে সফল অস্ট্রেলিয়া ৷
advertisement
মিচেল স্টার্কের স্ত্রী অ্যালিসা ২০১৮ এবং ২০২০ সালে দু’বার অস্ট্রেলিয়ার মহিলা দলের হয়ে বিশ্বকাপ জিততে সফল হয়েছিলেন ৷
advertisement
রবিবার ফাইনাল ম্যাচে সাত বল বাকি থাকতে ম্যাক্সওয়েল বাউন্ডারি মেরে লক্ষ্যে পৌঁছে দিলেন অস্ট্রেলিয়াকে। পাঁচবারের ৫০ ওভারের বিশ্বচ্যাম্পিয়নরা নিজেদের প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ অবশেষে জিততে সফল। চোখের জলে বিদায় নিল নিউজিল্যান্ড।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ICC T20 World Cup: বিরল নজির ! বিয়ের পর প্রথম দম্পতি হিসেবে টি২০ বিশ্বকাপ জয় অ্যালিসা-স্টার্কের
Next Article
advertisement
West Bengal Weather Update: সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
  • সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি

  • দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement