‘ভারতের চ্যালেঞ্জ নিতে তৈরি’ মন্তব্য শেন ওয়াটসনের
Last Updated:
তাঁরা বাংলাদেশ নয়। মোহালিতে ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে পালটা হুঙ্কার অস্ট্রেলিয়ার। শনিবার অজি ক্রিকেটার শেন ওয়াটসন জানিয়েছেন, এই ম্যাচের চ্যালেঞ্জ নিতে তৈরি তাঁরা।
#মোহালি: তাঁরা বাংলাদেশ নয়। মোহালিতে ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে পালটা হুঙ্কার অস্ট্রেলিয়ার। শনিবার অজি ক্রিকেটার শেন ওয়াটসন জানিয়েছেন, এই ম্যাচের চ্যালেঞ্জ নিতে তৈরি তাঁরা।
নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ শুরু করেছে অস্ট্রেলিয়া। তারপর খোলস ছেড়ে বেরিয়ে পাকিস্তানকে বিদায়ের দরজা দেখিয়ে দিয়েছেন স্টিভ স্মিথরা। মোহালিতে ভারতের বিরুদ্ধে বড় ম্যাচ খেলতে নামার আগে শেন ওয়াটসনের দাবি, তাঁরা বাংলাদেশ নয়। ওয়াটসন মানছেন, এই মুহূর্তে সেরা স্পিন অ্যাটাক টিম ইন্ডিয়ার। সেই চ্যালেঞ্জ নিতে তৈরি অজিরা।
ভারতের বিরুদ্ধে উইনিং কম্বিনেশন ভাঙছে না অস্ট্রেলিয়া। তবে প্রয়োজনে ফের ওয়ার্নারকে ফিরিয়ে আনা হতে পারে ওপেনিংয়ে। মাঠে নামার আগে এটাই ইঙ্গিত ওয়াটসনের।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 26, 2016 5:08 PM IST