প্রথম বিশ্বকাপেই বাজিমাত, ধোনি-বাটলারের মধ্যে এমন অনেক মিল

Last Updated:

টি-২০ বিশ্বকাপের ফাইনালে হার পাকিস্তানের। ৫ উইকেটে ম্যাচ জিতল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৩৭ রান করে পাকিস্তান। জবাবে ১ ওভার বাকি থাকতে জয় পায় ইংল্যান্ড।

#মেলবোর্ন: টি-২০ বিশ্বকাপ জয়ের পর ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে ইতিহাসের পাতায় জায়াগ করে নিয়েছেন জস বাটলার। ইংল্যান্ডের তৃতীয় অধিনায়ক হিসেবে আইসিসি বিশ্বকাপ জয়ের নজির গড়লেন তিনি। ২০১০ সালে টি-২০ বিশ্বকাপ জিতেছিলেল পল কলিংউড। ২০১৯-এ একদিনের ক্রিকেট বিশ্বকাপ জিতেছিলেন ইয়ন মর্গ্যানষ আর ২০২২-এ দেশকে দ্বিতীয় টি-২০ বিশ্বকাপ এনে দিলেন বাটলার।
তবে শুধু ইংল্যান্ড প্রাক্তন অধিনায়কদের সঙ্গে একই আসনে বিরজামান হলেন বাটলার তেমনটা নয়। প্রাক্তন ভারত অধিনায়ক এমএস ধোনির সঙ্গেও একাধিক মিল রয়েছে জস বাটলারের। ২০০৭ সালে দেশকে প্রথম টি-২০ বিশ্বকাপে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেছিলেন ধোনি। ফাইনালে পাকিস্তানকে হারিয়েই বিশ্বজয় করেছিল ধোনির টিম ইন্ডিয়া। আর এই প্রথম টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দিয়েই চ্যাম্পিয়ন করলেন জস বাটলার। ফাইনালে হারালেন সেই পাকিস্তানকেই।
advertisement
advertisement
এছাড়াও আরও একটি মিল রয়েছে জস বাটলার ও এমএস ধোনির মধ্যে। উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে দুই ফর্ম্যাটেই বিশ্বজয়ের স্বাদ পেয়েছিলেন এমএস ধোনি। ২০০৭ টি২০ ও ২০১১ একদিনের বিশ্বকাপ। জস বাটলারও একই কৃতিত্ব অর্জন করলেন। ২০১৯ একদিনের বিশ্বকাপ জয়ের পর ২০২২ টি-২০ বিশ্বকাপ জিতলেন বাটলার। তবে ধোনি দুটি বিশ্বকাপই অধিনায়ক হিসেবে জিতেছিলেন। ২০২৩ সালে একদিনের বিশ্বকাপে সেই সুযোগও থাকছে বাটলারের কাছে।
বাংলা খবর/ খবর/খেলা/
প্রথম বিশ্বকাপেই বাজিমাত, ধোনি-বাটলারের মধ্যে এমন অনেক মিল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement