নায়ক থেকে খলনায়ক, ভারতের বিরুদ্ধে হারের পর বিদ্রুপের শিকার বাবর-শাহিনরা

Last Updated:

ভারতের বিরুদ্ধে হারের পর দেশের প্রাক্তন ক্রিকেটারদের তোপের মুখে পাকিস্তান দল। বিশেষ করে আক্রমণের মুখে বাবর আজম ও শাহিন আফ্রিদি।

#মেলবোর্ন: গতবার টি-২০ বিশ্বকাপে ভারতকে হারোনোর পর বাবর আজম, শাহিন আফ্রিদি, মহম্মদ রিজওয়ানদের প্রশংসায় ভরিয়ে দিয়েছিল গোটা পাকিস্তান। মাঝে এক বছরের ব্যবধান। মেলবোর্নে ভারতের বিরুদ্ধে হারতেই সেই পুরোনো চিত্র। দেশের প্রাক্তন ক্রিকেটারদের নিশানায় পাকিস্তান ক্রিকেটাররা। হারের ময়না তদন্ত থেকে দায় কার তা নিয়ে চলছে আলোচনা। কটাক্ষের শিকারও হতে হচ্ছে বাবর-শাহিনদের। নায়ক থেকে ভিলেন হয়ে উঠলেন বাবর-শাহিনরা।
গতবারের ভারতের বিরুদ্ধে জয়ের নায়ক ছিলেন পাকিস্তানের তারকা পেসার শাহিন আফ্রিদি। নিয়েছিলেন রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলির উইকেট। কিন্তু সেই শাহিন আফ্রিদি এবার পুরোপুরি নিষ্প্রভ। কোনও উইকেট পাওয়া তো দুরস্ত, বিরাট কোহলি আফ্রিদিকে তার দ্বিতীয় স্পেলে রীতিমত তুলোধনা করেছেন। সেই কারণে কটাক্ষের শিকার হয়েছেন তিনি।
চোট সারিয়ে দলে ফিরলেও, শাহিন আফ্রিদি এখনও পুরোপুরি ফিট নয় বলে দাবি ওয়াকার ইউনিস, ওয়াসিম আক্রম, মিসবা উল হকদের মতো প্রাক্তন তারকাদের। আধা সুস্থ শাহিন আফ্রিদিকে কেনও খেলালেন বাবর তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন তারকারা। ওয়াসিম আক্রম বলেছেন,' চোটের আগে শাহিন যে ভাবে দৌড়ত, চোটের পরে সে ভাবে দৌড়চ্ছে না। এর থেকেই পরিষ্কার যে ও এখনও পুরো সুস্থ হতে পারেনি। গতিও অনেকটা কমেছে।'
advertisement
advertisement
ওয়াকার ইউনিস বলেছেন,'শাহিন কেমন বোলার আমরা সবাই জানি। কিন্তু শাহিনকে দেখে বোঝা যাচ্ছিল ও পুরো সুস্থ নয়। ভারতের বিরুদ্ধে নামার আগে মোট ৬ ওভার বল করেছে শাহিন। এ ভাবে কাউকে মাঠে নামিয়ে দিলে এটাই হবে। বাবররা ভুল করেছে।' মিসবা উল হকও শাহিন আফ্রিদিকে খেলানো নিয়ে বাবর আজমের সিদ্ধান্তকে কাঠগড়ায় তুলেছেন।
advertisement
বাবর আজমের অধিনায়কত্বের ভুল নিয়েও সরব হয়েছেন প্রাক্তন ক্রিকেটাররা। গত বিশ্বকাপে বাবরের সতীর্থ মহম্মদ হাফিজ বলেছেন,বার বার ভুল করলেও বাবরের অধিনায়কত্বের সমালোচনা করা যাবে না। এই নিয়ে পর পর তিনটে বড় ম্যাচে বাবরের নেতৃত্বে ভুল চোখে পড়ল। কিন্তু আমরা সেটা নিয়ে প্রশ্ন করতে পারব না। শুধু শুনতে হবে, ভুল থেকে শিক্ষা নেবে বাবর। কিন্তু সেটা কবে? যেই সময় ভারতীয় ব্যাটাররা চাপে ছিল তখন স্পিনারদের ওভার শেষ করাননি কেনও তা নিয়ে প্রশ্ন তুলেছেন হাফিজ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
নায়ক থেকে খলনায়ক, ভারতের বিরুদ্ধে হারের পর বিদ্রুপের শিকার বাবর-শাহিনরা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement