আফগানিস্তানের বিরুদ্ধে টস জিতল ইংল্যান্ড, বোলিংয়ের সিদ্ধান্ত জস বাটলারের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
সুপার ১২-এ টি-২০ বিশ্বকাপ ২০২২-এর দ্বিতীয় ম্যাচ। মুখোমুখি ইংল্যান্ড ও আফগানিস্তান। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত জস বাটলারের।
টি-২০ বিশ্বকাপ ২০২২-এর সুপার ১২-এর প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেয়েঠে নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও আফগানিস্তান। খাতায় কলমে শক্তির বিচারে ব্রিটিশরা এগিয়ে থাকলেও চমক দিতে প্রস্তুত আফগানরা। ম্যাচে টস ভাগ্য সাথ দিল ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। বড় রান করার লক্ষ্যে মহম্মদ নবির দল।
ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে আফগানিস্তানের ব্যাটিং লাইনআপের ওপেনিংয়ে রয়েছেন হজরতুল্লাহ জাজাই ও রহমানউল্লাহ গুরবাজ। এরপর দলের মিডল অর্ডারে রয়েছেন ইব্রাহিম জর্ডান, উসমান ঘানি, নাজিবুল্লাহ জর্ডান। দলে স্পিনিং অলরাউন্ডার হিসেবে রয়েছেন অধিনায়ক মহম্মদ নবি। এছাড়া রয়েছেন অজমাতুল্লাহ ওমারজাই। এছাড়া দলে রয়েছেন স্পিনার রাশিদ খান ও মুজিবুর রহমান। দুই পেসার ফারিদ আহমেদ ও ফজলহক ফারুকি।
advertisement
advertisement
অপরদিকে, ইংল্যান্ডের ব্যাটিং লাইনে ওপোনিংয়ে রয়েছেন অধিনায়ক জস বাটলার ও অ্যালেক্স হেলস। এছাড়া ব্রিটিশ দলের মিডল অর্ডারে একাধিক অলরাউন্ডার রয়েছে। তারা হলেন বেন স্টোকস, মইন আলি ও লিয়াম লিভিংস্টোন। এছাড়া রয়েছেন দাউয়িদ মালান ও হ্যারি ব্রুকস। দলের নীচের দিকে স্যাম কুরান ও ক্রিস ওকস পেসার হলেও তাদের ব্যাটিং দক্ষতাও যথেষ্ট। এছাড়াও পেসার হিসেবে খেলছেন মার্ক উড। দলে একমাত্র লেগ স্পিনার আদিল রাশিদ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 22, 2022 4:41 PM IST