জিম্বাবোয়ের বিরুদ্ধে হার কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না্, পাকিস্তান সাজঘরে শ্মশানের নীরবতা

Last Updated:

টি-২০ বিশ্বকাপে ফের অঘটন। এবার জিম্বাবোয়ের বিরুদ্ধে হারতে হল পাকিস্তানকে। ম্যাচ হারের পর বিধ্বস্ত অবস্থা পাকিস্তান ড্রেসিংরুমের।

#পার্থ: ভারতের বিরুদ্ধেও নিশ্চিৎ জয় হাতছাড়া হয়েছিল। বিরাট কোহলি কার্যত মুখের সামনে থেকে পাকিস্তানের জয়ের গ্রাস কেড়ে নিয়েছিলেন। সেই হার থেকে শিক্ষা নিয়ে ঘুড়ে দাঁড়ানোর কথা বলেছিলেন পাক অধিনায়ক বাবর আজম। কিন্তু জিম্বাবোয়ের বিরুদ্ধে আরও এক রুদ্ধশ্বাস ম্যাচ ১ রানে হারের হারের পর খোদ বাবর আজমের মুখে হতাশার, ভেঙে পড়ার ছাপ স্পষ্ট।
ভারতের বিরুদ্ধে হারের পর ড্রেসিং রুমে নিজে দলকে উজ্জীবিত করার চেষ্টা করেছিলেন বাবর। ক্রিকেটারদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন। কিন্তু জিম্বাবোয়ের বিরুদ্ধে যখন শেষ বলে ৩ রান বাকি জয়ের জন্য। কিন্তু এক রানের বেশি করতে পারেননি ব্যাটাররা। সেই সময় ম্যাচ হারের পর পাক ড্রেসিং রুমের ক্যামেরা ঘোরানো হলে দেখা যায় বিধ্বস্ত অবস্থা। এই হার যেন মেনে নিতে পারছেন কেউ।
advertisement
advertisement
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গিয়েছে হতাশ পাকিস্তান দলের কোচ সাকলাইন মুস্তাক। পরপর দুটি ম্যাচে হারের পর হতবাক ব্যাটিং কোচ ম্যাথু হেডেনও। সবথেকে বিধ্বস্ত দেখিয়েছে বাবর আজমকে। পাক অধিনায়ককে মুখ হাত দিয়ে ঢেকে বসে থাকতে দেখা যায়। মুখ ঢাকেন রিজ়ওয়ান। বাকিদের অবস্থাও ছিল একই রকম। এখান থেক ঘুড়ে দাঁড়ানোর পথ বেশ কঠিন তা বেশ বুঝে পারছিলেন পাকিস্তান ক্রিকেটার থেকে কোচিং স্টাফরা।
advertisement
প্রসঙ্গত, ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবোয়ে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান করে জিম্বাবোয়ে। সর্বোচ্চ ৩১ রান করেন সিন উইলিয়ামস। পাকিস্তানের হয়ে ৪টি উইকেট নেন মহম্মদ ওয়াসিম ও ৩টি উইকেট নেন শাদাব খান। একটি উইকেট হ্যারিস রউফের। রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান করে পাকিস্তান। সর্বোচ্চ ৪৪ রান করেন শান মাসুদ। এছাড়া মহম্মদ নওয়াজ ২২ ও শাদাব খান ১৭ রান করেন। জিম্বাবোয়ের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন সিকন্দর রাজা। ১ রানে ঐতিহাসিক জয় পায় জিম্বাবোয়ে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
জিম্বাবোয়ের বিরুদ্ধে হার কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না্, পাকিস্তান সাজঘরে শ্মশানের নীরবতা
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement