টি-২০ বিশ্বকাপ ফাইনালের আগে বড় খবর, দল পরিবর্তন করলেন বাবর আজম
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
মেলবোর্নের বৃষ্টির ভ্রুকুটির মধ্যেই টি-২০ বিশ্বকারপের ফাইনাল ঘিরে চড়ছে পারদ। মেগা ফাইটের জন্য প্রস্তুত দুই দলও। তার আগে দল পরিবর্তন করলেন বাবর আজম।
#মেলবোর্ন: রবিবার টি-২০ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে পাকিস্তান ও ইংল্যান্ড। শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন দুই দেশের ক্রিকেটাররা। মেগা ফাইনালে বৃষ্টির আশঙ্কা থাকলেও ক্রিকেট প্রেমিদের মধ্যে উচ্ছ্বাসের কোনও অভাব নেই। কিন্তু বিশ্বকাপের ফাইনালের আগে বড় খবর আসল পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে নিয়ে। দল পরিবর্তন করলেন তিনি।

আসলে আগামি মরসুমে পাকিস্তান সুপার লিগে নতুন দলের হয়ে খেলবেন বাবর আজম। এর আগে ২০১৭ থেকে টানা ছটি মরসুম করাচি কিংসের হয়ে খেলেছেন তিনি। শেষ দুই মরসুম দলের অধিনায়কত্বের দায়িত্বও সামলেছেন বাবর। কিন্তু দলকে সাফল্য এনে দিতে পারেননি। ব্যাটার বাবরের পাশাপাশি ব্যর্থ হয় তাঁর দল করাচিও। প্লে অফে যেতে পারেনি তারা। যেই কারনে সমালোচিত হয়েছিলেন তারকা ক্রিকেটার।
advertisement
advertisement
তাই এবার নতুন দলে খেলার সিদ্ধান্তে নিয়েছেন বাবর আজম। ২০২৩-এ তিনি খেলবেন পেশওয়ার জালমির হয়ে। গত মরসুমের পর থেকেই বাবরের দল পরিবর্তন নিয়ে জল্পনা শোনা যাচ্ছিল। অবশেষে পাকিস্তান সুপার লিগের নতুন মরসুমে পেশওয়ার জালমির জার্সিতে দেখা যাবে বাবরকে। বাবরের নতুন দলে যোগ দেওয়ার খবর প্রথম জানান জালমির মালিক জাভেদ আফ্রিদি। বর্তমানে পিএসএলে ৬৮টি ম্যাচ খেলে ২৪১৩ রান করেছেন বাবর আজম। ২৩টি অর্ধশতরানও রয়েছে বাবরের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 12, 2022 9:29 PM IST