T20 World Cup 2022: সেমিফাইনাল খেলা না হলে আরামে ভারত যাবে ফাইনালে অন্যদিকে পাকিস্তানের দফারফা, কারণ জানুন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
বুধবার প্রথম সেমিফাইনালে খেলা হবে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড আর দ্বিতীয় সেমিফাইনাল হবে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে৷
#কলকাতা: টি টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম মরশুম জমজমাট ভাবেই চলছে৷ এরইমধ্যে বুধবার ও বৃহস্পতিবার এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্বের খেলা হবে৷ এবারের টুর্নামেন্টে যে ফর্ম্যাটে খেলা হয়েছে তাতে সেমিফাইনাল পর্বেই নকআউট খেলা হবে৷ একাধিক অঘটন হয়েছে টুর্নামেন্টে পাশাপাশি একাধিক দল একেবারে হাড্ডাহাড্ডি লড়াই করে তবেই সেমিফাইনালের টিকিট ছিনিয়ে নিয়েছে৷ বুধবার প্রথম সেমিফাইনালে খেলা হবে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড আর দ্বিতীয় সেমিফাইনাল হবে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে৷
মজার একটা কথা যদি ভারত সেমিফাইনাল না খেলতে পারে মানে প্রাকৃতিক দুর্যোগ ও বৃষ্টির কারণে যদি সেমিফাইনালের খেলা ভেস্তে যায় তাহলে ভারত সরাসরি ফাইনালে চলে যাবে আর ইংল্যান্ড টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে৷ ভাবছেন এ আবার কেমন কথা৷ এটাই একদম সত্যি তথ্য৷ কোনও গুঞ্জন-ফিসফাস বা গুজব নয়৷
advertisement
সেমিফাইনালের ম্যাচের থেকে ফলাফল আসার জন্য অন্তত ১০ ওভার করে খেলতে হবে৷ যদি দুটি দলের ১০ ওভার করে খেলা না হয় তাহলে রিজার্ভ ডে-তে ফের খেলা হবে৷ তবে রিজার্ভ ডে-তে আবার নতুন করে খেলা শুরু হবে না বরং প্রথম দিনে খেলা যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে এই খেলা৷
advertisement
টি টোয়েন্টি মাচের সেমিফাইনালের ক্রীড়াসূচি
১ সেমিফাইনাল- নিউজিল্যান্ড বনাম পাকিস্তান- নভেম্বর ৯- এসসিজি (সিডনি)
২ সেমিফাইনাল - ভারত বনাম ইংল্যান্ড -নভেম্বর ১০- অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড
যদি টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে বৃষ্টি হলে কী হবে?
টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল হবে এমসিজিতে৷ ফাইনাল হবে নভেম্বরের ১৬ তারিখে৷ এই ম্যাচগুলির জন্যেই খালি রিজার্ভ ডে রাখা হয়েছে৷ যদি বৃষ্টির কারণে দুদিনেও সেমিফাইনাল শেষ না করা যায় তাহলে তাহলে কী হবে৷ আইসিসি-র নিয়ম আনুযায়ী পয়েন্ট স্ট্যান্ডিংয়ে এগিয়ে থাকা দল সেমিফাইনাল থেকে সরাসরি ফাইনালে যাওয়ার দাবিদার৷
advertisement
ফাইনালে বৃষ্টি হলে কী হবে?
নভেম্বরের ১৩ তারিখ ফাইনাল হওয়ার জন্য নির্ধারিত দিন৷ এবার সেদিন যদি বৃষ্টির কারণে খেলা না হয় তাহলে রিজার্ভ ডে-তে খেলা হবে৷ যদি তাও না হয় তাহলে ট্রফি দু দেশ ভাগ করে নেবে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 08, 2022 4:23 PM IST