জেলে চাই হোয়ে প্রোটিন, ওমেগা থ্রি ক্যাপসুল! আর্জি খুনে অভিযু্ক্ত সুশীল কুমারের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
জেল কর্তৃপক্ষ অবশ্য দাবি করেন, সুশীলের (Sushil Kumar) বর্তমান শারীরিক পরিস্থিতিতে তাঁর কোনও বিশেষ ধরনের খাবার বা প্রোটিন ডায়েটের প্রয়োজন নেই৷
#দিল্লি: খুন সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হয়েছেন৷ কিন্তু জেলে থাকলেও শরীরের যত্নে কোনও খামতি রাখতে চান না অলিম্পিক্সে পদক জয়ী কুস্তিগীর সুশীল কুমার৷ জেলে বসেও যাতে তিনি শরীর চর্চার জন্য প্রয়োজনীয় বিশেষ খাবার পেতে পারেন, আদালতে সেই আবেদন জানিয়েছেন সুশীল৷ যদিও তাঁর এই আবেদন রাখা হবে কি না, বুধবার তার রায় দেবে দিল্লির একটি আদালত৷
সুশীলের এই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে তাঁর আইনজীবীদের সঙ্গে সরকার পক্ষের কৌঁসুলীদের দীর্ঘ সওয়াল জবাব চলে৷ যদিও রায় দানের উপরে স্থগিতাদেশ জারি করে আদালত৷ তরুণ এক কুস্তিগীরের অপহরণ এবং খুনের মামলায় অভিযুক্ত সুশীল কুমারকে দিল্লির মানডোলি জেলে রাখা হয়েছে৷
সুশীলের হয়ে তাঁর আইনজীবীরা আদালতে আবেদন করেছেন, শারীরিক সক্ষমতা বজায় রাখার জন্য সুশীল নিয়মিত হোয়ে প্রোটিন, ওমেগা থ্রি ক্যাপসুল, জয়েন্টমেন্ট ক্যাপসুল, জিএনসি মাল্টিভিটামিনস সহ বিভিন্ন ধরনের খাবার এবং ওষুধ খান৷ জেলেও তাঁকে এগুলি খাওয়ার অনুমতি দেওয়া হোক৷ সুশীলের আইনজীবীরা যুক্তি দেন, কুস্তিগীর হিসেবে তাঁর কেরিয়ার পুরোপুরি শারীরিক সক্ষমতার উপরে নির্ভরশীল৷ আর শারীরিক সক্ষমতা ধরে রাখার জন্য এই খাবারগুলি সুশীলের প্রয়োজন৷
advertisement
advertisement
পাল্টা জেল কর্তৃপক্ষ অবশ্য দাবি করেন, সুশীলের বর্তমান শারীরিক পরিস্থিতিতে তাঁর কোনও বিশেষ ধরনের খাবার বা প্রোটিন ডায়েটের প্রয়োজন নেই৷ অলিম্পিক্সে জোড়া পদক জয়ী কুস্তিগীরের আইনজীবীরা অবশ্য সওয়াল করে বলেন, সুশীল কোনও দাগী অপরাধী নয়৷ তাঁর বিরুদ্ধে অভিযোগও প্রমাণিত হয়নি৷ তাছাড়া বিশেষ ধরনের এই সমস্ত খাবার তিনিই তাঁর নিজের খরচেই কিনবেন৷ এর জন্য জেল কর্তৃপক্ষের কোনও বাড়তি খরচ হবে না৷
advertisement
সাগর ধনখড় নামে তরুণ এক কুস্তিগীরকে অপহরণ এবং পিটিয়ে হত্যার অভিযোগে সুশীল কুমার এবং তাঁর সঙ্গীদের গ্রেফতার করা হয়েছে৷ গত ২৩ মে গ্রেফতার করা হয় সুশীলকে৷ ২ জুন ফের তাঁকে ৯ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত৷ পুলিশের অভিযোগ, সাগর ধনখড় হত্যাকাণ্ডের মূল চক্রীই সুশীল৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 09, 2021 12:40 AM IST