Suryakumar Yadav: সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙলেন সূর্যকুমার যাদব! এমন নজির গড়লেন যা মুম্বই ইন্ডিয়ান্সের কোনও ব্যাটারের নেই
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Suryakumar Yadav: দুর্দান্ত ফর্মে থাকা সূর্যকুমার যাদব আইপিএল ২০২৫-এ নতুন ইতিহাস গড়লেন। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এক মরশুমে সর্বোচ্চ রান সংগ্রহ করার নজির গড়েছেন তিনি।
দুর্দান্ত ফর্মে থাকা সূর্যকুমার যাদব আইপিএল ২০২৫-এ নতুন ইতিহাস গড়লেন। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এক মরশুমে সর্বোচ্চ রান সংগ্রহ করার নজির গড়েছেন তিনি। এতদিন এই রেকর্ড ছিল কিংবদন্তী মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের দখলে। ২০১০ সালে সচিন করেছিলেন ৬১০ রান। সেই রেকর্ড এবার ভেঙে দিলেন সূর্যকুমার যাদব। যিনি ইতিমধ্যেই চলতি মরশুমে ৬২৫-র বেশি রান সংগ্রহ করে ফেলেছেন।
সোমবার আইপিএল ২০২৫-এর এক গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় মুম্বই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংস। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আইয়ার। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে মুম্বই ইন্ডিয়ান্স করে ১৮৪ রান। দলের হয়ে সর্বাধিক ৫৭ রানের ইনিংসও খেলেন সূর্যকুমার যাদব। একইসঙ্গে ভাঙেন সচিন তেন্ডুলকরের রেকর্ড।
আইপিএলের ১৮ বছরের ইতিহাসে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এক মরশুমে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে রয়েছেন সূর্যকুমার যাদব এবং সচিন তেন্ডুলকর। এই দুই ব্যাটারই একাধিকবার এক মরশুমে ৫৫০-র বেশি রান করেছেন। সচিন ২০১০ সালে করেছিলেন ৬১৮ রান, ২০১১ সালে ৫৫৩ রান। সূর্যকুমার যাদব ২০২৩ সালে করেছিলেন ৬০৫ রান এবং এবার সেই রেকর্ড ছাড়িয়ে গিয়ে এবার করেছেন ৬২৫-র বেশি রান।
advertisement
advertisement
আরও পড়ুনঃ IND vs ENG: ইংল্যান্ড সফরে কেমন হবে ভারতীয় ব্যাটিংয়ের টপ অর্ডার? জানিয়ে দিলেন টিম ইন্ডিয়ার তারকা!
এই তালিকায় সূর্য এবং সচিনের পর একমাত্র অন্য নাম লেন্ডল সিমন্সের। ২০১৫ সালে তিনি করেছিলেন ৫৪০ রান। ষষ্ঠ স্থানে রয়েছেন রোহিত শর্মা, যিনি ২০১৩ সালে করেছিলেন ৫৩৮ রান। সূর্যকুমারের এই পারফরম্যান্স মুম্বই ইন্ডিয়ান্সের জন্য যেমন বড় সাফল্য, তেমনি আইপিএল ইতিহাসে নিজের স্থান আরও মজবুত করলেন তিনি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 26, 2025 10:14 PM IST