• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • IOA-র আজীবন প্রেসিডেন্ট পদে আপাতত ‘না’ কালমাদির !

IOA-র আজীবন প্রেসিডেন্ট পদে আপাতত ‘না’ কালমাদির !

Photo Courtesy : Reuters

Photo Courtesy : Reuters

২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিতর্কে জল ঢাললেন কালমাদি স্বয়ং ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #নয়াদিল্লি: ভারতের অলিম্পিক সংস্থা (আইওএ) মঙ্গলবারই সুরেশ কালমাদিকে  আজীবন প্রেসিডেন্ট পদে  ঘোষণা করা হয় ৷  ২০১০ দিল্লি কমনওয়েলথ গেমস দুর্নীতিতে যিনি প্রধান অভিযুক্ত, তাঁকে কী করে আবার সংস্থার আজবীবন প্রেসিডেন্ট পদে রাখা হয়  ? এই নিয়ে তাই শুরু হয়েছিল প্রবল বিতর্ক ৷ কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিতর্কে জল ঢাললেন কালমাদি স্বয়ং ৷ আইওএ আজীবন প্রেসিডেন্ট পদে রাজী নন তিনি ৷ নিজের অসম্মতির কথা আইওএ কর্তাদের স্পষ্ট জানালেন কালমাদি ৷

  আইনজীবীর মাধ্যমেই এদিন নিজের সিদ্ধান্তের কথা জানান সুরেশ কালমাদি ৷ তাঁকে আজীবন প্রেসিডেন্ট পদে ঘোষণা করায় আজই আইওএ-কে শো কজ করে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক ৷ কালমাদিকে সরানো না হলে আইওএ-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করারও হুঁশিয়ারি দেন ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল। তাই বিতর্ক আর না বাড়িয়ে নিজেই এদিন কালমাদি জানান, তিনি এই সাম্মানিক পদ গ্রহণ করতে রাজী নন ৷

  ২০১০ দিল্লি কমনওয়েলথ গেমস দুর্নীতিতে অভিযুক্ত সুরেশ কালমাদি। তাঁর আইনজীবী হিতেশ জৈন বলেন, ‘‘ আমার মক্কেল সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আইওএ গতকাল যে সিদ্ধান্ত নিয়েছে, সে বিষয়ে তাঁর কিছুই জানা ছিল না। দুর্নীতির অভিযোগমুক্ত না হওয়া পর্যন্ত তিনি কোনও পদ গ্রহণ করবেন না বলে সাফ জানিয়েছেন।’’

  First published: