সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনাই জুটল বিসিসিআইয়ের

Last Updated:

সর্বোচ্চ আদালতে গিয়ে বড়সড় হোঁচটই খেল বিসিসিআই ৷বোর্ডের আইনজীবীকে বৃহস্পতিবার বেশ কিছু বিষয়ে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন বিচারপতি ৷ আর তাতেই বোর্ডের অস্বস্তি আরও বাড়ল বই কমল না ৷

#নয়াদিল্লি : লোধা কমিটির সুপারিশগুলি যে বিসিসিআই-এর একেবারেই পছন্দ হবে না , সেটা অনেক আগেই আন্দাজ করা গিয়েছিল ৷ এর জন্য লোধা কমিটির বেশ কিছু সুপারিশগুলির বিরোধীতা করে সুপ্রিম কোর্টে আবেদনও করেছিল ভারতীয় বোর্ড ৷ কিন্তু সর্বোচ্চ আদালতে গিয়ে বড়সড় হোঁচটই খেল বিসিসিআই ৷বোর্ডের আইনজীবীকে বৃহস্পতিবার বেশ কিছু বিষয়ে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন বিচারপতি ৷ আর তাতেই বোর্ডের অস্বস্তি আরও বাড়ল বই কমল না ৷ বোর্ডের গত পাঁচ বছরের হিসাব দেখিয়ে বিচারপতি বলেন, ‘‘ রাজ্যগুলিতে ক্রিকেট পরিকাঠামোর উন্নয়নের জন্য কোন খাতে কত টাকা বরাদ্দ করা হচ্ছে, সেটা অবশ্যই বোর্ডের উল্লেখ করা উচিৎ ৷ আর প্রতিটি রাজ্য কমিটিগুলিকেও বোর্ডের টাকা কোথায় কীভাবে খরচ করতে হবে, সেটা জানিয়ে দেওয়া উচিৎ ৷’’ পাশাপাশি বোর্ডে রাজনৈতিক ব্যক্তিত্বদের না রাখার লোধা কমিটি যে সুপারিশ করেছে , সে ব্যাপারে বিসিসিআই প্রতিবাদ করাতে বোর্ডের আইনজীবীকে ভর্ৎসনা করতেও ছাড়েননি বিচারপতি ৷ তিনি বলেন, ‘‘ এত আপনি কেন রাজনৈতিক ব্যক্তিদের বিসিসিআই-তে রাখার জন্য উদগ্রীব হচ্ছেন ?’’ বোর্ড একেবারেই চায়নি কম্পট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল (ক্যাগ)-এরও বোর্ডে ভোট দেওয়ার অধিকার থাকুক ৷ ক্যাগ বরং বোর্ডের পরামর্শদাতার কাজটা করুক ৷ এব্যাপারে সু্প্রিম কোর্টের বিচারপতির সরাসরি প্রশ্ন, ‘‘ বিসিসিআই কি চাইছে কোটি কোটি টাকা একাই সামলাতে ?’’ লোধা কমিটির সুপারিশ করা টু-টিয়ার পরিকাঠামো অবশ্য মেনে নিয়েছে বিসিসিআই ৷ কিন্তু ‘এক রাজ্য , এক ভোট’ নীতি নিয়েও তীব্র আপত্তি রয়েছে বিসিসিআই-এর ৷
বাংলা খবর/ খবর/খেলা/
সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনাই জুটল বিসিসিআইয়ের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement