বেল এবং রোনাল্ডো দু’জনের কুসংস্কারগুলো কি জানেন ?

Last Updated:

পর্তুগাল এবং ওয়েলস ৷ দু’দলই দু’জন বিশেষ ফুটবলারের জন্য বিখ্যাত ৷

#লিয়ঁ: ইউরোর প্রথম সেমিফাইনালে আজ রাতে মুখোমুখি পর্তুগাল এবং ওয়েলস ৷ দুই দলই দু’জন বিশেষ ফুটবলারের জন্য বিখ্যাত ৷ একজন গ্যারেথ বেল এবং অপরজন অবশ্যই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ ফ্যানের সংখ্যা এবং সাফল্যের বিচারে সিআরসেভেন অনেক এগিয়ে থাকলেও  স্কিল এবং ফর্মের দিক দিয়ে দেখলে সাম্প্রতিকালে বেলও কিন্তু কোনও অংশেই পিছিয়ে নেই ৷ আজ সেমিফাইনালে তাই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়ারই সম্ভাবনা ৷ এই দুই মহাতারকারই আবার কিছু কুসংস্কারও রয়েছে ৷ সেগুলো কী, সেটা একবার দেখে নেওয়া যাক ৷
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
১.  মাঠে ঢোকার সময় ডান পা-টা আগে ফেলেন ৷
advertisement
২. বিমানে সবার আগে বসেন এবং সবসময় পাশে থাকেন পেপে ৷
৩. বিমানে আগে বসলেও টিম বাসে সবার পিছনে বসেন রোনাল্ডো ৷ 
৪. টিম বাস থেকে সবার আগে নামেন ৷
advertisement
৫. হাফ-টাইমে ড্রেসিংরুমে গিয়ে নিজের চুলের স্টাইল পাল্টান ৷
গ্যারেথ বেল
১. মেয়ের দেওয়া ‘গুডলাক উইশ’-কে সবসময় মাঠে নিজের সঙ্গে রাখেন ৷
২. ম্যাচ শুরুর আগে বোতল থেকে জল নিয়ে নিজের মুখে ছিঁটিয়ে নেন ৷
৩. ফর্ম খারাপ থাকলে নিজের ফেভারিট ল্যাম্বর্গিনি চড়েন না ৷
advertisement
৪. মাঠে নেমে গ্যালারির দিকে তাকিয়ে হাততালি দেন ৷
এইসমস্ত কুসংস্কারগুলো দেখেই বোঝা যাচ্ছে, যে যতো বড়ই তারকা বোক না কেন, কুসংস্কার হয়তো সবারই কিছু না কিছু থাকে ৷ এদিকে বাজির দরে বুকিরা কিন্তু রোনাল্ডোর পর্তুগালকেই এগিয়ে রাখছে ৷ ইউরোর সেমিফাইনালের আগে গোটা ইউরোপে চাঙ্গা জুয়ার বাজার। আর সেই বাজারেও তারকার নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বুকিদের মতে, ফাইনালের জন্যই সেরা খেলাটা তুলে রেখেছেন সিআর সেভেন। আর তার জন্যই বাজির দরে বাকিদের পিছনে ফেলে দিয়েছে পর্তুগাল। বুকিদের মতে, কোনও ফেভারিট তকমা ছিল না ন্যানিদের গায়ে। কিন্তু যে ভাবে তারা সেমিফাইনালে উঠেছে, তাতে ফাইনালে এই দলকে বাদ দিয়ে বাজি ধরা যাচ্ছে না।
বাংলা খবর/ খবর/খেলা/
বেল এবং রোনাল্ডো দু’জনের কুসংস্কারগুলো কি জানেন ?
Next Article
advertisement
Birbhum News: তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
  • সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল পরিচয়, তারপর গড়ে ওঠে গভীর প্রেম। সেই সম্পর্কের বাঁধন এবার রূপ নিল বিবাহে। বীরভূমের দুবরাজপুরে শিব মন্দিরে সাতপাক ঘুরে নয়, সিঁথিতে সিঁদুর পরিয়ে পরস্পরের জীবনসঙ্গী হলেন দুই মহিলা৷

VIEW MORE
advertisement
advertisement