রিওর উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ এই সুপার মডেল
Last Updated:
সামার অফ কালর্স। লাতিন আমেরিকার মাটিতে প্রথম অলিম্পিককে এই নামেই ডাকা হচ্ছে।
#রিও ডি জেনেইরো: ‘সামার অফ কালার্স’। লাতিন আমেরিকার মাটিতে প্রথম অলিম্পিককে এই নামেই ডাকা হচ্ছে। যে রঙের বিচ্ছুরণ হবে মারাকানা থেকে। সৌজন্যে জিসেলে বুন্ডচেন।
নাওয়ামি ক্যাম্পবেলের পর তাঁকে ঘিরেই আবর্ত বিশ্বের ফ্যাশন দুনিয়া।এই ব্রাজিলীয় সুন্দরীতেই মজে ভিক্টোরিয়া সিক্রেট থেকে প্লেবয়। সেই জিসেলে বুন্ডচেনই হতে চলেছেন মারাকানা অলিম্পিকের উদ্বোধনের আসল মশাল। শুধু ফ্যাশন নয়, আম ব্রাজিলীয়র মতো খেলাটাও প্যাশন বুন্ডচেনের। তাই দু’বছর আগে এই মারাকানায় ফুটবল বিশ্বকাপের সময় তিনিই ছিলেন আসল ফোকাস।
advertisement
advertisement
স্পোর্টস ইলাস্ট্রেডের প্রাক্তন কভারে সবসময় মাতিয়েছেন ক্রীড়া জগৎকে। সামার অফ কালার্স, ইতিমধ্যেই লাতিন আমেরিকার মাটিতে প্রথম অলিম্পিককে এই নামে ডাকা হচ্ছে। মনে হয় সেই রঙের উৎস হতে চলেছেন বুন্ডচেনই। তবে শুধু বুন্ডচেন কেন ? ব্রাজিল মানে তো রং। যা ভরপুর উপভোগ করা যায় ব্রাজিল হাউজে ঢুকলে। অলিম্পিক মানেই সংস্কৃতিকে মেলে ধরার জায়গা। সেই মতো আয়োজক দেশ হিসেবেও এক টুকরো ব্রাজিল পাওয়া যাবে এই বাড়িতে ঢুকলে। যেখানে ঐতিহ্যের সঙ্গে আধুনিক ফুটে উঠেছে। সবমিলিয়ে, অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 05, 2016 6:18 PM IST