GT vs SRH : উইলিয়ামসন, পুরাণের ব্যাটে জিতল সানরাইজার্স! আইপিএলে প্রথম হার গুজরাতের

Last Updated:

Sunrisers Hyderabad registers second victory courtesy Kane Williamson brilliant knock against Gujarat Titans. কেন পৃথিবীর অন্যতম সেরা ব্যাটসম্যান উইলিয়ামসন আবার প্রমাণ করলেন। চলতি আইপিএলে প্রথম হারল গুজরাত।

গুজরাত টাইটান্স - ১৬২/৭
সানরাইজার্স হায়দারাবাদ - ১৬৮/২
সানরাইজার্স জয়ী ৮ উইকেটে
#মুম্বই: রান তাড়া করতে নেমে শুরুটা দারুণ করল সানরাইজার্স। অভিশেক শর্মা ৩২ বলে ৪২ করে ফিরে গেলেন। এরপর শুরু করলেন কেন উইলিয়ামসন। দুরন্ত ব্যাট করলেন সানরাইজার্স অধিনায়ক। রাহুল ত্রিপাঠী সঙ্গে থাকলেও চোট পেয়ে বেরিয়ে গেলেন। এলেন পুরান। এই জায়গা থেকে সানরাইজার্স ম্যাচটা হারতে পারত না। কেন পৃথিবীর অন্যতম সেরা ব্যাটসম্যান উইলিয়ামসন আবার প্রমাণ করলেন।
advertisement
advertisement
চলতি আইপিএলে প্রথম হারল গুজরাত। টানা দ্বিতীয় জয় তুলে নিল সানরাইজার্স। শেষ পর্যন্ত পান্ডিয়ার বলে ৫৭ করে ফিরে গেলেন উইলিয়ামসন।কিন্তু নিকোলাস পুরান এবং মার্করাম মিলে বাকি কাজটা করে দিলেন। বিশেষ করে পুরান বেশ কিছু আক্রমনাত্মক শট খেললেন।
আইপিএলে টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে সানরাইজার্স হায়দরাবাদকে ১৬৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে হত। চলতি আইপিএলে এখনও অবধি অপরাজেয় গুজরাত টাইটান্স ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রান তুলেছে। চারটি চার ও একটি ছয়ের সাহায্যে ৪২ বলে অধিনায়কোচিত ৫০ রান করে অপরাজিত থাকলেন হার্দিক পাণ্ডিয়া।
advertisement
আইপিএলে তাঁর মন্থরতম হলেও গুরুত্বের নিরিখে এই ইনিংস এগিয়ে অনেকটাই। এদিন তিনি শততম আইপিএল ছক্কাটিও মারলেন। ভুবনেশ্বর কুমার ও টি নটরাজন দুটি করে উইকেট দখল করেছেন। টস জিতে হার্দিক পাণ্ডিয়ার গুজরাত টাইটান্সকে ব্যাট করতে পাঠান সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথম ওভারে ভুবনেশ্বর কুমার ১৭ রান দিয়ে বসেন, অথচ ম্যাথু ওয়েড ৪ বলে ৪ ও শুভমান গিল ২ বলে ১ রান করে ক্রিজে ছিলেন।
advertisement
অষ্টম ওভারের শেষ বলে ম্যাথু ওয়েড উমরান মালিকের বলে লেগ বিফোর হন ১৯ বলে ব্যক্তিগত ১৯ রান করে। তার আগে অভিষেক শর্মা ওয়েডের ক্যাচ ফেলেছিলেন। কিন্তু তার ফায়দা নিতে ব্যর্থ অজি উইকেটকিপার। ৬৪ রানে তৃতীয় উইকেট পড়ার পর ডেভিড মিলারকে নিয়ে ৪০ রানের পার্টনারশিপ গড়েন হার্দিক। ১৩.৩ ওভারে মার্কো জানসেন ডেভিড মিলারের উইকেটটি তুলে নিলে টাইটান্সের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১০৪।
advertisement
ষষ্ঠ ওভারের শেষে ৫০ রান পূর্ণ হয়েছিল, গুজরাত টাইটান্স ১০০ রানে পৌঁছায় ১২.৪ ওভারে। উমরান মালিক নিজের শেষ ওভারে ১০ রান দেওয়ায় দ্বিতীয় স্ট্র্যাটেজিক টাইম আউটে ১৫ ওভারের শেষে স্কোর ছিল ৪ উইকেটে ১১৮। উমরান ৪ ওভারে ৩৯ রান খরচ করে একটি উইকেট পেলেন। এই জয়ের পর সানরাইজার্স তাদের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস অনেকটাই ফিরে পেল বলা যায়।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
GT vs SRH : উইলিয়ামসন, পুরাণের ব্যাটে জিতল সানরাইজার্স! আইপিএলে প্রথম হার গুজরাতের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement