সাসপেন্ড সুনীল নারিন
Last Updated:
সন্দেহজনক এবং অবৈধ বোলিং অ্যাকশনের জন্য সাসপেন্ড করা হল ক্যারিবিয়ান ‘মিস্ট্রি স্পিনার’ সুনীল নারিনকে ৷
#কিংসটন: অবৈধ বোলিং অ্যাকশনের জন্য এবার সাসপেন্ড করা হল ক্যারিবিয়ান ‘মিস্ট্রি স্পিনার’ সুনীল নারিনকে ৷ আইসিসি-র নিয়ম অনুযায়ী (ধারা ৬.১) এই নির্বাসন যে কোনও দেশের ঘরোয়া ক্রিকেটে তাঁর খেলতে না পারার ক্ষেত্রেও প্রযোজ্য ৷ তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের অনুমতি নিয়ে তিনি কেবল নিজের দেশের ঘরোয়া ম্যাচ খেলতে পারেন ৷ বোলিং অ্যাকশনের পরীক্ষায় দেখা গিয়েছে সমস্ত ডেলিভারিগুলি করতেই কনুই ১৫ ডিগ্রির বেশি ভাঙছে নারিনের ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে পাল্লেকেলেতে তৃতীয় ওয়ান ডে ম্যাচের পরেই নারিনের বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়ারের রিপোর্ট জমা পড়ে ৷ তবে আইসিসি-র আইন অনুযায়ী বোলিং অ্যাকশন রিপোর্টের রিভিউ করার আবেদন জানাতেই পারেন নারিন ৷ গত ১৭ নভেম্বর লবরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে নারিনের বোলিং অ্যাকশনের পরীক্ষা করা হয় ৷ সেই রিপোর্টের ভিত্তিতেই ওয়েস্ট ইন্ডিজ স্পিনারকে এবার সাসপেন্ড করা হল ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 29, 2015 5:45 PM IST