মুম্বই: ঘরের মাঠে বিশ্বকাপ বছরের শেষে। তার জন্য কতটা প্রস্তুত ভারতীয় দল? সুনীল গাভাসকার কিন্তু একেবারেই খুশি হতে পারছেন না। তার মনে হচ্ছে ভারতীয় ক্রিকেট দল যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না বিশ্বকাপকে। মার্চ মাসের ৩১ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারতের সবথেকে বড় ক্রিকেট উৎসব - আইপিএল। কিন্তু প্রাক্তন ব্যাটসম্যান সুনীল গাভাসকর চিন্তিত, আইপিএলের হিড়িক যেন ভারতীয় প্লেয়ারদের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজয় ভুলিয়ে না দেয়।
ভারতীয় দলের এই ভুল করা উচিত নয় যে আইপিএলে মাতোয়ারা হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ হেরে যাওয়াটা ভুলে যাবে। চেন্নাইয়ে ভারত ফাইনাল ওয়ানডে ম্যাচটি ২১ রানে হেরে যায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং ১-২ তে সিরিজ হারে। গাভাসকার সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন কারণ ভারতের সম্ভাবনা আছে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আবার ৫০ ওভারের ম্যাচে মুখোমুখি হওয়ার।
তিনি বললেন, অবশ্যই এখন আইপিএল শুরু হচ্ছে (৩১ মার্চ থেকে), কিন্তু এটা (সিরিজ পরাজয়) ভুলে যাওয়া উচিত নয়। ভারত কখনও কখনও এই ভুলে যাওয়ার ভুলটি করে, এটি একেবারেই হওয়া উচিত নয় কারণ বিশ্বকাপে আমরা আবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে পারি। এটি (তৃতীয় ওয়ানডেতে পরাজয়) ছিল (কারণ) চাপ সৃষ্টি হওয়ার জন্য (অস্ট্রেলীয়দের দ্বারা)। বাউন্ডারিতে বল পৌঁছাচ্ছিল না এবং তারা (ভারতীয় ব্যাটাররা) সিঙ্গেল রান নিতেও পারছিল না।
Australia become World No. 1 in ODI Rankings#INDvAUS https://t.co/XFzWYr2jD6
— News18 CricketNext (@cricketnext) March 22, 2023
যখন এটি ঘটে, আপনি চেষ্টা করেন এবং এমন কিছু খেলুন যাতে আপনি অভ্যস্ত নন। এটার জন্যই অপেক্ষা করছিল তারা। সেই ম্যাচে ভারত ২৭০ রান তাড়া করছিল, ৪৯.১ ওভারে ২৪৮ রানেই শেষ হয়ে যায় ভারতের দৌড়। শুধুমাত্র বিরাট কোহলি এবং কে এল রাহুলের জুটিই টিকতে পেরেছিল, ৬৯ রানের পার্টনারশিপ খেলে তারা। বিরাট ৫৪ রান এবং রাহুল করেন ৩২।
গাভাসকর অস্ট্রেলিয়ার প্রশংসা করে আরো বললেন, অস্ট্রেলিয়ার ফিল্ডিং খুব ভাল ছিল। তাদের বোলিং দুর্দান্ত ছিল। প্রতিটা বল উইকেটে ছিল, কিন্তু তাদের এত ভাল ফিল্ডিং ছিল যে সেটাই পার্থক্য করে দিয়েছে। কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে আরও কড়া হতে হবে জানিয়েছেন সানি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 2023, Sunil Gavaskar