Virat vs Gambhir: কোহলি এবং গম্ভীরের জরিমানায় খুশি নন গাভাসকর, আরও বড় শাস্তি চান
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
দিল্লি: যা বলেন খোলাখুলি বলতেই ভালোবাসেন সুনীল গাভাসকার। গৌতম গম্ভীর এবং বিরাট কোহলির নজির বিহীন ঝামেলা নিয়ে মুখ খুলেছেন সানি। গাভাসকার জানিয়েছেন দুজনেই অভিজ্ঞ ক্রিকেটার, হাজার হাজার তরুণ ক্রিকেটার এদের মত হওয়ার চেষ্টা করেন। তাদের আইডল মনে করেন। ঝামেলার শুরু হয়েছিল ম্যাচ চলাকালীন। মাঠে ম্যাচের সময়ে লড়াই শুরু হয় বিরাট কোহলি এবং লখনউ-এর তরুণ ক্রিকেটার নবীন উল হকের মধ্যে।
ম্যাচ শেষ হওয়ার পর বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এই ঘটনা দেখে রীতি মতো ক্ষিপ্ত হয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর। কিংবদন্তি ক্রিকেটারের ইঙ্গিত দিয়ে বলেছেন যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) উচিত ছিল তাদের দুজনকেই আরও কঠোর শাস্তি দেওয়া।
Another angle of the Virat Kohli vs Gautam Gambhir argument and Naveen Ul Haq having some with King Kohli too. #IPL2023 pic.twitter.com/gVLQXdNXsI
— Farid Khan (@_FaridKhan) May 1, 2023
advertisement
advertisement
তিনি বলতে চেয়েছেন যে যদি বিসিসিআই তাদেরকে সাসপেন্ড করত তাহলে সবথেকে ভাল হত। বোর্ডের কাছে নিজের রিপোর্ট জমা দেন ম্যাচ রেফারি। যার ফলে দুই তারকাকেই শাস্তি দেয় বোর্ড। দুজনকে শাস্তি হিসাবে তাদের ম্যাচ ফির ১০০ শতাংশ জরিমানা করা হয়। এছাড়াও নবীন-এর ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়।
advertisement
সানি মনে করিয়ে দিয়েছেন শ্রীশান্তকে থাপ্পড় মেরে অতীতে সাসপেন্ড হয়েছিলেন হরভজন। এক্ষেত্রে গম্ভীর এবং কোহলির দুজনকেই কয়েকটা ম্যাচ নির্বাসিত করা উচিত ছিল। এমন একটা শাস্তি হলে তবেই তারা ভবিষ্যতে এরকম ঝগড়া করার আগে দুবার ভাববে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 03, 2023 1:40 PM IST