ভারতের জয়ের পর সুনীল গাভাসকরের 'শিশুসুলভ' নাচ, নেট দুনিয়ায় ভাইরাল ভিডিও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। ম্যাচ জয়ের পর নেট দুনিয়ায় ভাইরাল সুনীল গাভাসকরের নাচ।
#মেলবোর্ন: পাকিস্তান ম্যাচের আগে ভারতীয় দলের ঐচ্ছিক অনুশীলন নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন সুনীল গাভাসকর। এমনিতেও বিরাট কোহলি ও রোহিত শর্মাদের কোনও কিছু না পসন্দ হলে সমালোচনা করতে পিছপা পা হন না সানি। তবে রবিবার মেলবোর্নে টি-২০ বিশ্বকাপের ম্যাচে ভারতের ঐতিহাসিক জয়ের পর আবেগ ও উচ্ছ্বাস কোনওটাই ধরে রাখতে পারেননি গাভাসকর। যেই ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়।
শেষ বলে নওয়াজের বল খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন। এমসিজির ৯০ হাজার দর্শরের মতই টেনশনে কাবু বাউন্ডারি লাইনের বাইরে দাঁড়িয়ে থাকা ইরফান পাঠান, কৃষ্ণমাচারি শ্রীকান্তরা। শেষ বলের আগে টেনশনে চেয়ারেই বসেই ছিলেন সুনীল গাভাসকর। লিটল মাস্টারের পরনে তখন নীল রঙের কোট, প্যান্টের সঙ্গে মাথায় লাল টুপি। ঈশ্বরের কাছে করছিলেন প্রার্থনাও।
advertisement
আরও পড়ুনঃ ভারত-পাকিস্তান ম্যাচের মুগ্ধতায় 'বশ' গুগল সিইও সুন্দর পিচাই, দিওয়ালীতেও দেখছেন কোহলির ইনিংস
advertisement
রবিচন্দ্রন অশ্বিন ঠান্ডা মাথায় লং অনের উপর দিয়ে উইনিংস শট খেলতেই আনন্দে আত্মহারা হয়ে ওঠেন ইরফান পাঠান, কৃষ্ণমাচারি শ্রীকান্তরা। আর সুনীল গাভাসকর েচয়ার থেকে লাফ দিয়ে উঠে শিশুসুলভ ভঙ্গিতে দু'হাত তুলে নাচতে শুরু করেন। নাচ যেন থামছিলই না কিংবদন্তী ব্যাটারের। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। গাভাসকরের লাফ ও নাচে মজেছে নেট দুনিয়া।
advertisement
The celebration by Sunil Gavaskar is gold. pic.twitter.com/5RkFtEJ1nx
— Johns. (@CricCrazyJohns) October 23, 2022
প্রসঙ্গত, ভারত বনাম পাকিস্তান ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রান করে পাকিস্তান। ৫২ রান করেন শান মাসুদ ও ৫১ রান করেন ইফতিকর আহমেদ। ভারতের হয়ে ৩টি উইকেট নেন হার্দিক পান্ডিয়া ও অর্শদীপ সিং। রান তাড়া করতে নেমে একসময় ৩১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। সেখান থেকে ১১৩ রানের পার্টনাশিপ করেন বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া। শেষ পর্যন্ত বিরাট কোহলির অপরাজিত ৮২ ও হার্দিক পান্ডিয়ার ৪০ রানের ইনিংসেভর করে জয় পায় ভারত।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 24, 2022 5:32 PM IST

