#মেলবোর্ন: এই ম্যাচের আগে ভারতের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান জানিয়েছিলেন মেলবোর্নে কঠিন লড়াই হবে, কিন্তু শেষ পর্যন্ত জিতবে ভারত। তিনি বলেছিলেন বাবরের পেছনের পা টার্গেট করলে সফল হতে পারেন আরশদীপ। সেটাই হয়েছে। ভবিষ্যৎ বাণী মিলে গিয়েছে ইরফান পাঠানের। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠল তার ট্যুইট।
আরও পড়ুন - মেলবোর্ন টু কলকাতা! নয় হাজার কিলোমিটার দূরে বিরাটের স্বপ্নের ইনিংসে 'পাগল' হয়ে গেলেন অনুষ্কাসেখানে তিনি লিখেছেন, পাকিস্তানিদের বলছি, কেমন গেল পড়শিদের রবিবারের বিকেলটা? সব ঠিক আছে তো? ভারত বনাম পাকিস্তান ম্যাচ দীর্ঘ সময় পর্যন্ত ছিল পাকিস্তানের দিকে। ম্যাচের ১৪ ওভার পর্যন্ত দেখে মনে হচ্ছিল ভারতের পক্ষে এই ম্যাচ হার বাঁচানো কঠিন।
Happy Diwali! This is how Legends celebrated the Indian win#INDvsPAK #T20WorldCup2022 #T20WConSportsTak pic.twitter.com/hIkXzE0Ogm
— Vikrant Gupta (@vikrantgupta73) October 23, 2022
কিন্তু তারপর কি হয়েছে সকলেই দেখেছে। একটি ভিডিও পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে শেষ বলে যখন অশ্বিন রান নিয়ে দলকে জেতালেন, তখন গ্যালারিতে শিশুর মত লাফাচ্ছেন সুনীল গাভাসকার। তার পাশে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন শ্রীকান্ত। আর ইরফান পাঠান উত্তেজিত।
তিন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটারকে দেখে আনন্দে মশগুল ভারতীয় ভক্তরা। তাদের রবিবারের সেলিব্রেশন যেন আরও বেড়ে গেল। পরে সুনীল গাভাসকার জানিয়েছেন এরকম জয় ভাবা যায় না। স্বপ্নের ইনিংস বিরাট কোহলি উপহার দিয়েছেন। তবে হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড পারফরমেন্স ভুলে গেলে চলবে না। প্রতিযোগিতার প্রথম ম্যাচেই এমন কঠিন পরিস্থিতিতে জয় তুলে দিতে পেরে ভারতীয় দলের আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যাবে সন্দেহ নেই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IND vs PAK, Irfan Pathan, T20 World Cup 2022