আহমেদাবাদ: বয়স বাড়লেও এনার্জি ও রসিকতার এতটুকু কমতি নেই ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের কিংবদন্তী সুনীল গাভাসকরের। আহমেদাবাদ টেস্টের পঞ্চম দিনে নেচেছিলেন অস্কার জয়ী আরআরআর সিনেমার 'নাটু নাটু' গানে। এবার ফের মজার ভঙ্গিতে 'লিটল মাস্টার' নাচলেন আরও এক দক্ষিণী সিনেমার ভাইরাল গান 'টম টমের' তালে। একা নয় সানিকে সঙ্গ দিলেন দীনেশ কার্তিকও। ক্রিকেটীয় নানা শট খেলার মজার ভঙ্গিতে গানে নাচতে দেখা যায় ডিকে ও সানিকে। যা নেট দুনিয়ায় হাসির ঝড় তুলেছে।
ভিডিওতে দেখা যায় টম টম গানারে তালে দীনেশ কার্তিককে নানারকম ক্রিকেটীয় শট শেখাচ্ছেন সুনীল গাভাসকর। কিন্তু কার্তিকের কিছুতেই পছন্দ হচ্ছে না গাভাসকরের শেখানো শট। সে নিজের মত শট খেলে পাল্টা গাভাসকরকে দেখাচ্ছেন। একটু ভালো করে ভিডিওটি দেখলে বোঝা যায় সানি ডিকে-কে যতবার গ্রাউন্ডেড শটে চার মারতে বলছেন, ততবার কার্তিক বিগ হিট করে ছয় মারাই তার পছন্দ সেটা বোঝাতে চাইছেন। এই মজাদার ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
View this post on Instagram
সোমবার ভারত-অস্ট্রোলিয়া আহমেদাবাদ টেস্ট শেষে সম্প্রচারকারী চ্যানেলের থেকে একটি ভিডিও শেয়ার করা হয়। সেই ভিডিওতে সঞ্চালক যতীন সাপ্রু ছাড়াও ছিলেন সুনীল গাভাসকর, ম্যাথু হেডেন, অজিত আগরকর, সঞ্জয় বাঙ্গারকে। সকলকে নাটু নাটু গানে নাচতে দেখা যায়। যেই ভিডিও নেট দুনিয়ায় মুহূর্তে ঝড় তোলে। নাচের সঙ্গে সুনীল গাভাসকরকে বলতেও শোনা যায় 'আরআরআর'-এর 'নাটু নাটু' গানের অস্কার পাওয়াটা প্রত্যেক ভারতীয়ের কাছে খুবই গর্বের।
WTC Final mein pravesh karein, toh jashn world-class banta hai!#SunilGavaskar, @HaydosTweets, @imAagarkar, #SanjayBangar & @jatinsapru ne manaya 🏆 Oscar ki jeet aur WTC qualification dono ka jashn!🕺🕺 Mubarak ho @ssrajamouli, @tarak9999, @AlwaysRamCharan & #MMKeeravani. pic.twitter.com/9xRdtMMRqg
— Star Sports (@StarSportsIndia) March 13, 2023
আরও পড়ুনঃ এই রেকর্ড নেই সচিন-পন্টিং-লারাদের, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে বিরাট নজির কোহলির
প্রসঙ্গত, ক্রিকেট বিদায় জানানোর পর ব্যাটিংয়ের মতই ধারাভাষ্যকার হিসেবেও যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন সুনীল গাভাসকর। এরসঙ্গে মাঠে নানা মজাদার মুহূর্ত তৈরি করেছেন সানি। এর আগে নাগিন ডান্স করতেও দেখা গিয়েছে সুনীল গাভাসকরকে। এই বয়সে সানিকে এমন ভূমিকায় দেখে খুশি ভারতীয় ক্রিকেটারের ফ্যানেরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dinesh Karthik, Sunil Gavaskar, Viral Video