চোটের জন্য ইরান ম্যাচে ছিটকে গেলেন সুনীল

Last Updated:

ভারতীয় দলের জন্য দুঃসংবাদ ! ইরানের বিরুদ্ধে প্রাক বিশ্বকাপের ম্যাচে ভারত পাচ্ছে না অধিনায়ক সুনীল ছেত্রীকে ৷ কুঁচকির চোটের জন্য শেষ মূহূর্তে জাতীয় দল থেকে ছিটকে গেলেন তিনি ৷ সোমবার সকাল আটটা নাগাদ দিল্লির টিম হোটেল ছেড়ে বিমানবন্দরে রওনা হওয়ার কথা ছিল ভারতীয় দলের। কিন্তু ৭টা-র সময় কোচ স্টিভেন কনস্ট্যান্টাইনকে ভারত অধিনায়ক জানান, কুঁচকির চোটের জন্য হাঁটতে সমস্যা হচ্ছে।

#বেঙ্গালুরু:  ভারতীয় দলের জন্য দুঃসংবাদ ! ইরানের বিরুদ্ধে প্রাক বিশ্বকাপের ম্যাচে ভারত পাচ্ছে না অধিনায়ক সুনীল ছেত্রীকে ৷ কুঁচকির চোটের জন্য শেষ মূহূর্তে জাতীয় দল থেকে ছিটকে গেলেন তিনি ৷ সোমবার সকাল আটটা নাগাদ দিল্লির টিম হোটেল ছেড়ে বিমানবন্দরে রওনা হওয়ার কথা ছিল ভারতীয় দলের। কিন্তু ৭টা-র সময় কোচ স্টিভেন কনস্ট্যান্টাইনকে ভারত অধিনায়ক জানান, কুঁচকির চোটের জন্য হাঁটতে সমস্যা হচ্ছে। সঙ্গে সঙ্গেই জাতীয় দলের ফিজিও জিজি জর্জ সুনীলের চোট পরীক্ষা করেন। এর পরেই অধিনায়ককে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেন স্টিভেন। তিনি বলেছেন, ‘‘সুনীলের এখন বিশ্রাম দরকার। এই কারণেই ওকে দলের সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে না। আশা করছি, চোট সারিয়ে সুনীল দ্রুত ফিট হয়ে উঠবে।’’
চোটের জন্য জাতীয় দল থেকে শেষ মুহূর্তে ছিটকে গিয়ে স্বাভাবিকভাবেই হতাশ সুনীল। ভারত অধিনায়ক বলেছেন, ‘‘চোটের জন্য শেষ কবে জাতীয় দল থেকে বাদ পড়েছি, আমি মনেই করতে পারছি না। ইরানের বিরুদ্ধে ম্যাচটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ আমি মাঠে নামতে পারছি না। এর চেয়ে হতাশার আর কিছু হতে পারে না।’’
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
চোটের জন্য ইরান ম্যাচে ছিটকে গেলেন সুনীল
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement