সুনীল ছেত্রীর জার্সি পোড়ানো হল কেরলে! বড় শাস্তি অপেক্ষা করছে ব্লাস্টার্সদের জন্য

Last Updated:
সুনীল ছেত্রী এখন চোর কেরল সমর্থকদের কাছে
সুনীল ছেত্রী এখন চোর কেরল সমর্থকদের কাছে
কোচি: ভারতীয় ফুটবলের জীবন্ত কিংবদন্তি তিনি। শেষ পনেরো বছর একাই বয়ে নিয়ে চলেছেন সুনীল ছেত্রী। ক্লাব হোক বা দেশ, সুনীল ছেত্রীর অবদান সব জায়গায়। এবার সুনীল ছেত্রীর জার্সি পুড়িয়ে দেওয়া হল কেরলে। ক্যাপ্টেন, লিডার, লেজেন্ড হিসেবে পরিচিত সুনীলের কুশপুতুল পড়ানো হল। প্রতিবাদ হিসেবে। আইএসএলের প্লে অফ সুনীলের বিতর্কিত ফ্রিকিক গোলে শেষ মুহূর্তে কেরলকে হারিয়েছিল বেঙ্গালুরু।
অতিরিক্ত সময়ের ৯৭ মিনিটে ফ্রিকিক থেকে সুনীল গোল করতেই প্রতিবাদে সরব হন কেরলের ফুটবলাররা। রেফারি তাঁদের যুক্তি খারিজ করে গোলের সিদ্ধান্তে অটল থাকায় ওয়াক ওভার দিল কেরল। সার্বিয়ান কোচ ইভান ভুকোমানভিচের নির্দেশে মাঠ ছাড়েন কেরল ফুটবলাররা। কেরল ব্লাস্টার্সের দল তুলে নেওয়ার ঘটনায় বিস্মিত সুনীল ছেত্রী।
advertisement
advertisement
দল আইএসএলের সেমিফাইনালে ওঠায় খুশি হলেও ভারতের ফুটবল অধিনায়ক জানিয়ে দিলেন এমন ঘটনা কখনও দেখেননি। আমি সব সময় রেফারির সিদ্ধান্ত মেনে চলেছি। ওটা একটা তিক্ত এবং মিষ্টি মুহূর্ত ছিল। আমরা সেমিফাইনালে উঠতে পারায় আমি খুশি। আইএসএলের ইতিহাসে কখনও ওয়াক ওভার দেওয়ার ঘটনা ঘটেনি।
advertisement
কেরল প্রথম দল হিসাবে রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ম্যাচ ছেড়ে দিল। এর আগে ২০১৫ সালের আইএসএলে একটি ম্যাচে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে এফসি গোয়া খেলার শেষ হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করেছিলেন। তবে বিতর্ক চললেও এইটুকু শুনা যাচ্ছে বড় শাস্তি অপেক্ষা করছে কেরল ব্লাস্টার্স দলটার জন্য।
বিশাল আর্থিক জরিমানা হবে। পাশাপাশি তাদের কোচ ইভানকে এক বছর নির্বাসিত করা হতে পারে। তবে ক্লাব হিসেবে যেহেতু কেরলের প্রচুর সমর্থক, তাই তাদের নির্বাসিত করার সাহস দেখাতে পারবে কিনা এফএসডিএল সেটা বড় প্রশ্ন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
সুনীল ছেত্রীর জার্সি পোড়ানো হল কেরলে! বড় শাস্তি অপেক্ষা করছে ব্লাস্টার্সদের জন্য
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement