Sunil Chhetri: কুস্তিগীরদের হেনস্তার প্রতিবাদে মাঠে নামলেন সুনীল ছেত্রী, চুপ ক্রিকেটাররা

Last Updated:
সাক্ষী, বজরংদের পাশে সুনীল ছেত্রী
সাক্ষী, বজরংদের পাশে সুনীল ছেত্রী
দিল্লি: ভারতীয় ফুটবলের মহানায়ক তিনি। ক্যাপ্টেন লিডার এবং লেজেন্ড। সেই সুনীল ছেত্রী এবার দাঁড়ালেন প্রতিবাদী কুস্তিগীরদের পাশে। যেভাবে নতুন সংসদ ভবন উদ্বোধনের দিনে বজরং, সাক্ষীদের গায়ের জোরে আটক করেছে পুলিশ সেটা মেনে নিতে পারছে না সুনীল। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, কেন আমাদের কুস্তিগিরদের এই ভাবে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে? কারও সঙ্গে এই রকম ব্যবহার করা কাম্য নয়।
আমি আশা করি পুরো বিষয়টির সঠিক ভাবে মূল্যায়ন করা হবে। ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহকে গ্রেফতারের দাবিতে বেশ কিছু দিন ধরে ধর্না দিচ্ছেন কুস্তিগিররা। রবিবার নতুন সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখানোর কর্মসূচি ঘোষণা করেছিলেন তাঁরা। তার আগে যন্তরমন্তরে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় বিক্ষোভকারীদের।
advertisement
advertisement
তার জেরে আটক হন বিনেশ, সাক্ষী, বজরং-সহ কয়েক জন কুস্তিগির। এ দিন রাতের দিকে আটক কুস্তিগিরদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ।সাক্ষী মালিক এবং বজরং পুনিয়াদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৭, ১৪৯, ১৮৬, ১৮৮, ৩৩২, ৩৫৩ ধারায় এফআইআর রুজু করা হয়েছে।
advertisement
এর আগে নীরজ চোপড়া, কপিল দেব, বীরেন্দ্র সেহওয়াগ প্রতিবাদ জানিয়েছিলেন। কিন্তু আধুনিক যুগের বেশিরভাগ ক্রিকেটার যাদের দেশের মানুষ আইকন ভাবেন তারা সব চুপ। বিরাট কোহলি থেকে মহেন্দ্র সিং ধোনি, সচিন থেকে সৌরভ কেউ মন্তব্য করতে চাননি। সেখানে সুনীল ছেত্রী সাহস দেখিয়েছেন সত্যির পাশে দাঁড়াতে।
বাংলা খবর/ খবর/খেলা/
Sunil Chhetri: কুস্তিগীরদের হেনস্তার প্রতিবাদে মাঠে নামলেন সুনীল ছেত্রী, চুপ ক্রিকেটাররা
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement